পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনা নিয়ে আজ রাষ্ট্রপুঞ্জের রুদ্ধদ্বার বৈঠক৷ তার আগে মোদিকে ফোন করে পুতিনের এইভাবে পাশে থাকার কথা জানানো আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত বার্তাবহ ঘটনা বলে মনে করা হচ্ছে৷
পাশাপাশি, এদিন দুই রাষ্ট্রনেতাই তাঁদের দুই দেশের কৌশলী সম্পর্ক আরও মজবুত করার কথা জানিয়েছে৷ ‘ভিক্ট্রি ডে’-র ৮০তম বার্ষিকী উপলক্ষে পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি৷
advertisement
পাশাপাশি, পুতিনকে ভারতের ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বার্ষিক সামিটে আসার আমন্ত্রণও জানিয়েছেন মোদি৷ পুতিন সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে৷ ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের ২৩ তম বর্ষের অনুষ্ঠান আয়োজিত হবে ভারতে৷ গত বছর তা মস্কোয় আয়োজিত হয়েছিল৷ পুতিনের আমন্ত্রণে সেবার রাশিয়ায় গিয়েছিলেন মোদি৷
এর আগে পহেলগাঁও হামলার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূকে চিঠি পাঠিয়ে শোকপ্রকাশ করেছিলেন পুতিন৷ চিঠিতে লেখা ছিল- ‘‘পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত৷ এমন নৃশংস অপরাধের পিছনে কোনও যৌক্তিক কারণ থাকতে পারে না৷ যারা এই ঘটনার পিছনে রয়েছে, যারা অপরাধী তাদের শাস্তি ভোগ করতেই হবে৷’’
পাকিস্তানের সঙ্গে ভারতের বর্তমান এই টানটান পরিস্থিতির মাঝেই ভারতীয় সেনার হাতে পৌঁছেছে রাশিয়ার Igla-S মিসাইল৷ এতে রয়েছে বিশেষ S-400 missile defence system৷ আকাশ পথে হামলার ক্ষেত্রে এই রুশ মিসাইল ভারতীয় সেনার অন্যতম প্রধান অস্ত্র৷ ২০০৯ সালে রাশিয়ার সহায়তায় এই মিসাইল তৈরি করেছিল ভারত৷