TRENDING:

ভারতের গর্ব প্রজ্জ্বল, সুনকের কোর কমিটিতে জায়গা করে নিল বিহারের ছেলে

Last Updated:

দেশের মুখ উজ্জ্বল করলেন আরও একজন ভারতীয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ব্রিটেনের শাসনভার গ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক । ভারতের জন্য তা অত্যন্ত গর্বের বিষয়। কারণ প্রায় ২০০ বছর ধরে এই দেশের মাটিতেই দাপিয়ে বেড়িয়েছিল ব্রিটিশরা।  কিন্তু শুধু ঋষি সুনকই নয় । দেশের মুখ উজ্জ্বল করলেন আরও একজন ভারতীয় । সম্প্রতি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে নিজের কোর কমিটির নাম ঘোষণা করেছেন ঋষি সুনক । সেই কোর কমিটিতে জায়গা করে নিয়েছেন ঝাড়খণ্ডের যুবক প্রজ্জ্বল পাণ্ডে ।
advertisement

কর্মসূত্রে প্রজ্জ্বলের পরিবার ঝাড়খণ্ডে থাকলেও তাঁর আদি বাড়ি বিহারের জামাপুরে। মাত্র ১৯ বছর বয়সেই অসাধ্য সাধন করেছেন এই যুবক ।  সুনকের প্রচার দলে ৩০ জন সদস্য আছে । যার মধ্যেই জায়গা করে নিয়েছেন প্রজ্জ্বল । ২০২২ সালের অগাস্ট মাসে প্রধানমন্ত্রী পদের জন্য দাঁড়ায় ঋষি সুনক । তখনই প্রজ্জ্বলকে তাঁর প্রচার দলে অন্তর্ভুক্ত করা হয় । মাত্র ১৬ বছর বয়সেই ব্রিটেনের রাজনীতিতে যোগ দেন প্রজ্জ্বল ।

advertisement

#আরও পড়ুন : ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক Infosys প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই, জানুন তাঁর আরও ইতিহাস

ব্রিটেনের কনজারভেটিভ পার্টিতে যোগ দেওয়ার মাধ্যমেই রাজনীতিতে হাতে খড়ি হয় প্রজ্জ্বলের । এর আগে, তিনি ২০১৯ সালে ইউকে ইয়ুথ পার্লামেন্টের নির্বাচিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন । শুধু এতেই শেষ নয়, যুব সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো যুক্তরাজ্যের সংসদে ভাষণও দেন সিন্দ্রির এই যুবক ।

advertisement

#আরও পড়ুন : ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক Infosys প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই, জানুন তাঁর আরও ইতিহাস

প্রজ্জ্বলের বোন প্রাঞ্জল পাণ্ডে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস করছেন ।পড়াশোনায় চিরকালই ভাল ছিলেন প্রজ্জ্বল।বাগিশ দত্ত পাণ্ডের নাতি ও রাজেশ পাণ্ডের ছেলে প্রজ্জ্বল ।বাগিশ দত্ত পাণ্ডে ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও প্রজ্জ্বলের পিতা রাজেশ পাণ্ডে ব্রিটেনের একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার ।

advertisement

তাঁর মা মনীষা একজন শিক্ষিকা। প্রজ্জ্বলের পড়াশোনা ব্রিটেনেই । সপরিবারে ব্রিটেনে থাকলেও প্রজ্জ্বলের শিকড় এখনও ঝাড়খণ্ডের সিন্দ্রিতেই । তবে এত উন্নতির পরেও আত্মীয়দের মতে আজও 'মাটির মানুষ' প্রজ্জ্বল । 'অভাবনীয় তাঁর সরলতা' । মোট কথা বিহারের এই ছেলের সাফল্যে গর্বিত সম্পূর্ণ ভারতবাসী।

বাংলা খবর/ খবর/বিদেশ/
ভারতের গর্ব প্রজ্জ্বল, সুনকের কোর কমিটিতে জায়গা করে নিল বিহারের ছেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল