আর কিছুদিনের মধ্যেই রাজ পরিবারের ছোট ছেলে হ্যারি ও পুত্রবধূর কোলে আসতে চলেছে সন্তান৷ রাজপরিবারের নিয়ম অনুযায়ী এখন থেকেই সন্তানের জন্য গডমাদার, গডফাদার বাছতে শুরু করে দিয়েছেন হবু বাবা, মা৷
আর গডমাদারের তালিকায় রয়েছে মেগানের বন্ধু প্রিয়াঙ্কা চোপড়ার নামও৷ রয়েছেন মেগানের ডিজাইনার মিশা নোনো, স্টাইলিস্ট জেসিকা মুলরোনিও৷ এছাড়াও রয়েছেন জর্জ ক্লুনির স্ত্রী আমল আলামুদ্দিনও৷ রাজপরিবার থেকে গডমাদার হতে পারেন হ্যারির তুতো বোন ইউজিনি৷
advertisement
রাজপরিবারের সদস্য বলে কথা৷ তাই প্রিয়াঙ্কা, আমলদের মতো হাই প্রোফাইল গডমাদার তো লাগবেই তার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 18, 2019 5:57 PM IST