TRENDING:

এবার কি ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির সঙ্গে আত্মীয়তা প্রিয়াঙ্কা চোপড়ার ?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: নতুন অতিথির জন্য তৈরি হচ্ছে রয়্যাল প্যালেস ৷ মেগান সন্তানসম্ভবা, অক্টোবর মাসেই জানিয়ে দিয়েছিলেন প্রিন্স হ্যারি ও মেগান ৷ কিন্তু বাড়ির রীতি মেনে সন্তানের জন্য গড মাদার কাকে বাছবেন হ্যারি-মেগান,সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ৷ প্রবলভাবে উঠে আসছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম !
advertisement

এদেশে যেমন ভিক্ষা-মা থাকেন, গড মাদার বিষয়টি অনেকটা ওরমই ৷ হ্যারি-মেগানের সন্তানের গড মাদার কোনভাবেই কেটকে করা হবে না ৷ কারণ জায়ের সঙ্গে সম্পর্ক তেমন ভাল না মেগানের এমনই খবর অন্দরের ৷ তবে রাজবাড়ির নিয়ম অনুযায়ী অনেক সময়ই বাড়ির বাইরের কাউকে এই দায়িত্ব দেওয়া হয় ৷ সেক্ষেত্রে কে হতে পারে হ্যারির সন্তানের গড মাদার ? তা নিয়েই শুরু হয়েছে জল্পনা ৷

advertisement

আরও পড়ুন স্বপ্ন নয় বাস্তব ! এমন সব দেশ যেখানে গরিব নেই কেউ...

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মেগানের বহু বন্ধুর নাম উঠে এসেছে এর জন্য ৷ যার মধ্যে যেমন রয়েছেন সেরেনা উইলিয়ামস তেমনই পছন্দের তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ মেগানের বিয়েতেও তাঁর উপস্থিতি নজর কেড়েছিল ৷ এবার কী তাহলে বন্ধুর সন্তানের গড মাদার হয়ে বাড়তি দায়িত্ব পাবেন বলিউডের দেশি গার্ল ? গড়বে রয়্যাল ফ্যামিলির সঙ্গে তাঁর আত্মীয়তা ? সময়ই বলবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
এবার কি ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির সঙ্গে আত্মীয়তা প্রিয়াঙ্কা চোপড়ার ?