এদেশে যেমন ভিক্ষা-মা থাকেন, গড মাদার বিষয়টি অনেকটা ওরমই ৷ হ্যারি-মেগানের সন্তানের গড মাদার কোনভাবেই কেটকে করা হবে না ৷ কারণ জায়ের সঙ্গে সম্পর্ক তেমন ভাল না মেগানের এমনই খবর অন্দরের ৷ তবে রাজবাড়ির নিয়ম অনুযায়ী অনেক সময়ই বাড়ির বাইরের কাউকে এই দায়িত্ব দেওয়া হয় ৷ সেক্ষেত্রে কে হতে পারে হ্যারির সন্তানের গড মাদার ? তা নিয়েই শুরু হয়েছে জল্পনা ৷
advertisement
আরও পড়ুন স্বপ্ন নয় বাস্তব ! এমন সব দেশ যেখানে গরিব নেই কেউ...
মেগানের বহু বন্ধুর নাম উঠে এসেছে এর জন্য ৷ যার মধ্যে যেমন রয়েছেন সেরেনা উইলিয়ামস তেমনই পছন্দের তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ মেগানের বিয়েতেও তাঁর উপস্থিতি নজর কেড়েছিল ৷ এবার কী তাহলে বন্ধুর সন্তানের গড মাদার হয়ে বাড়তি দায়িত্ব পাবেন বলিউডের দেশি গার্ল ? গড়বে রয়্যাল ফ্যামিলির সঙ্গে তাঁর আত্মীয়তা ? সময়ই বলবে ৷