এই ঘটনায় ডিউক এবং ডাচেস অব সাসেক্স আতঙ্কিত হয়ে পড়লেও তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হয়নি বলেই দাবি সুখচরণের। তাছাড়া এই ট্যাক্সিচালকের মতে নিউইয়র্ক অন্যতম নিরাপদ শহর। শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন আছেন পুলিশকর্মীরা। কর্মরত থানাগুলিও সক্রিয়। তাই ওই শহরে প্রিন্স হ্যারি ও মেগান মার্কল নিরাপদ বলেই মন্তব্য সুখচরণের। প্রসঙ্গত এই শহরে ‘উইমেন অব ভিশন অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে প্রিন্স হ্যারি, মেগান মার্কল ও তাঁর মায়ের উপস্থিতির ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
advertisement
তবে পাপারাজ্জিদের আক্রমণে ভীত ও উদ্বিগ্ন হওয়ার প্রাসঙ্গিকতাও আছে প্রিন্স হ্যারি ও মেগান মার্কলের ক্ষেত্রে। কারণ এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ২৬ বছর আগে লেডি ডায়ানার মৃত্যুপর্ব। ১৯৯৭ সালের ৩১ অগাস্ট প্যারিসের পঁ দ্য লালমা টানেলে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা ও তাঁর বিশেষ বন্ধু ডোডি আলফায়েদ। পাপারাজ্জিদের হাত থেকে বাঁচতে রুদ্ধশ্বাসে ছুটছিল তাঁদের মার্সিডিজ বেঞ্জ। দুর্ঘটনার অভিঘাতে নিহত হন গাড়ির চালক অঁরি পল-ও।
নিউইয়র্কের পথে পাপারাজ্জিদের তাড়া সত্ত্বেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কল নিরাপদে আছেন জেনে স্বস্তি পেয়েছেন তাঁদের অনুরাগীরা।