এদিন ব্রিটেনের রাজ পরিবারের পক্ষ থেকে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়, চিকিৎসকের পরামর্শ নিজেই গৃহবন্দী অবস্থা থেকে তিনি বেরিয়ে এসেছেন। সরকারি নিয়ম মেনেই নিজেকে তিনি গৃহবন্দি করেছিলেন। সাত দিন পর তিনি বেরিয়ে এলেন। আপাতত তিনি সম্পূর্ণ সুস্থ বলেও জানা গিয়েছে।
গত ২৫ মার্চ রাজপরিবারের পক্ষ থেকেই খবর দেওয়া হয়, প্রিন্স চার্লস করোনা আক্রান্ত। সেই কারনেই সরকারি সিদ্ধান্ত মেনে তাঁর স্ত্রীকেও গৃহবন্দি থাকতে বলা হয়। অবশ্য আগেই রাজবাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল রানিকে। ইতিহাসে প্রথম রানিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় রাজবাড়ি থেকে। করোনা আতঙ্কে রাজপরিবারের আর কেউ যাতে আক্রান্ত না হয়, তার ব্যবস্থা প্রথম থেকেই করতে চেয়েছিল ব্রিটেনের প্রশাসন। যদিও তাতে শেষ পর্যন্ত বিপদ এড়ানো যায়নি। ১০ মার্চ প্রিন্স অ্যালবার্টের সঙ্গে দেখা করেন চার্লস। তারপরই চার্লসের করোনা ধরা পড়ে। তবে, তিনি সুস্থ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ব্রিটেনের প্রশাসন।
advertisement