TRENDING:

Porn Video shoot in space: Adult ছবির নায়িকার আজব দাবি ঘিরে সোশ্যাল মিডিয়া উত্তাল, খাড়া গায়ের লোম!

Last Updated:

Porn Video shoot in space: লেক্সি লুনা (Lexi Luna) পর্ন ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় এক নাম। সোশ্যাল মিডিয়ায় তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউ ইয়র্ক: যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে একটি পর্ন ভিডিও কোম্পানি। সংস্থাটি ভেবেছে যে তারা এবার পর্ন ইন্ডাস্ট্রিতে ঝড় তুলতে তাদের পর্ন অভিনেত্রীদের মধ্যে একজনকে মহাকাশে পাঠাবে। শুধু তাই নয় ওই অভিনেত্রী মহাকাশে নিজেই প্রাপ্তবয়স্কদের ভিডিও  (Porn Video shoot in space) শুট করবেন। এজন্য পর্ন কোম্পানি এলন মাস্কের কোম্পানি স্পেস এক্স (Spacex) -এর একটি স্পেস প্রোগ্রাম ব্যবহার করার কোথাও ভাবতে শুরু করেছে ইতিমধ্যেই।
মহাকাশে পর্ন ভিডিও
মহাকাশে পর্ন ভিডিও
advertisement

প্রতিটি পর্ন ইন্ডাস্ট্রি (Porn Video shoot in space) সবসময় তার দর্শকদের জন্য এমন কন্টেন্ট তৈরি করতে চায়, যা তাদের ভিউয়ার বাড়াবে। কিন্তু ভিউয়ার বাড়ানোর জন্যে এমন অভিনব পন্থা কেউ এর আগে নেওয়ার কথা ভেবেছে এমনটাও শোনা যায়নি। একটি সামাজিক প্ল্যাটফর্ম এবং প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু নির্মাতাদের জন্য বিনোদন কেন্দ্র নাফটি । এই কোম্পানি পর্ন ভিডিও ভিউয়ারদের অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য একটি অনন্য পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি অভিনেত্রী লেক্সি লুনাকে (Lexi Luna) রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। তাতে পর্ন ভিডিওগুলি (Porn Video shoot in space) মহাকাশে শ্যুট করা হবে।

advertisement

শুধু ভাবনা চিন্তাতেই থেকেম নেই ন্যাফটি। এর জন্য, NAFTY এলন মাস্কের কোম্পানি স্পেস এক্স এর প্রাইভেট পাসেঞ্জার প্রোগ্রামের আশ্রয় নেবে বলেও সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য, কোম্পানি লেক্সির একটি টিকিট পাওয়ার চেষ্টা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। যাতে স্পেস এক্স এর পরবর্তী স্পেস প্রোগ্রামের মাধ্যমে মহাকাশে যেতে পারে লেক্সি (Lexi Luna)। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা একইসঙ্গে লেক্সির মহাকাশে যাওয়ার স্বপ্ন পূরণ করতে চান এবং সেখানে লেক্সি থেকে প্রাপ্তবয়স্কদের ভিডিও শ্যুট করতে চান।

advertisement

আরও পড়ুন: টলিপাড়ায় সুখবর! কান চলচ্চিত্র উৎসবে সেরা বাংলার ‘হরে কৃষ্ণ’, নেপথ্যে কারা?

প্রসঙ্গত, কয়েক দিন আগেই জানা গিয়েছিল মহাকাশে (Space) ছবির শুটিং করে ইতিহাস গড়তে চলেছে রাশিয়া। কিন্তু মহাকাশে তৈরি হবে পর্ন ছবিও (Adult Movies) এমনটা এই প্রথম ভাবনা। এতদিন মহাকাশে যাওয়ার সুযোগ কেবল পেতেন প্রশিক্ষণপ্রাপ্ত মহাকাশচারী ও বিজ্ঞানীরাই। কিন্তু ধনকুবের এলন মাস্কের উদ্যোগে সদ্য মহাকাশ থেকে ঘুরে এসেছেন সাধারণ মানুষরা। এবার সেই সংস্থা ‘স্পেসএক্স’-এর মহাকাশযানেই মহাশূন্য়ে যাবেন লেক্সি। শুরু হয়ে গিয়েছে টিকিট কাটার তোড়জোড়।

advertisement

আরও পড়ুন: মোদির আগেই রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের মুখোশ খুললেন, চিনে নিন আইএফএস অফিসার স্নেহা দুবেকে

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেলি স্টার’-এর এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, লেক্সির বহুদিনের স্বপ্ন নক্ষত্রকে ছুঁয়ে আসা। আর সেই স্বপ্নপূরণ করতে মহাকাশে গিয়ে পর্ন শুট করতেও তাঁর আপত্তি নেই বলেই জানিয়েছিলেন তিনি। ন্যাফটির সিইও কেমিনোফি ‘ডেলি স্টার’কে এবিষয়ে বলতে গিয়ে জানান, ”এখন সাধারণ মানুষরাও মহাকাশে যেতে পারছেন। আমরাও সেই সুযোগে মহাকাশে ইতিহাস তৈরি করতে চাই। আর এব্য়াপারে লেক্সি একদম নিখুঁত বাছাই, কেননা তাঁর বরাবরই মহাকাশে যাওয়ার স্বপ্ন ছিল।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উল্লেখ্য, লেক্সি লুনা পর্ন ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় এক নাম। সোশ্যাল মিডিয়ায় তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ৪৮ হাজার। এছাড়াও রয়েছে অসংখ্য ফ্যান পেজ। এবার সেই জনপ্রিয় পর্ন তারকাই উড়তে চাইছেন মহাশূন্যের পথে। শুধু তাই নয় শুটিং করবেন পর্নোগ্রাফি ভিডিও।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Porn Video shoot in space: Adult ছবির নায়িকার আজব দাবি ঘিরে সোশ্যাল মিডিয়া উত্তাল, খাড়া গায়ের লোম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল