TRENDING:

টিকটক-সহ অন্য চিনা অ্যাপ নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে: মার্কিন সচিব

Last Updated:

মার্কিন সচিবের বক্তব্য গ্রাহকের তথ্য সুরক্ষার কথা ভেবেই এই পথে হাঁটতে চাইছেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ 'নিশ্চিত ভাবেই বন্ধ' করার কথা ভাবছে আমেরিকা। এই অ্যাপ তালিকায় রয়েছে টিকটকও, জানিয়ে দিলেন মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও।
advertisement

সোমবার রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফক্স নিউজকে পম্পেও বলেন, আমরা এখনই প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে বিষয়টি উত্থাপন করতে চাইছি না। কিন্তু বিষয়টি আমরা দেখছি।

মার্কিন সচিবের বক্তব্য গ্রাহকের তথ্য সুরক্ষার কথা ভেবেই এই পথে হাঁটতে চাইছেন তাঁরা। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, চিনা আইন চিনা কমিউনিসট পার্টির নিয়ন্ত্রাধীন, তাদের সাহায্য করার জন্যই তৈরি।

advertisement

উল্লেখ্য, টিকটক বারবারই দাবি করছে চিন থেকে বিচ্ছিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের। চিনে এই অ্যাপ বন্ধও রয়েছে।

আন্তর্জাতিক মহল মনে করছে, হংকংয়ে চিনের আগ্রাসী আচরণ নিয়ে চিন আমেরিকার দ্বৈরথের মাঝে মার্কিন সচিবের এই বিবৃতি এক তাৎপর্যপূর্ণ কূটনৈতিক বার্তাও বটে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত ২৯ জুন চিনা সংস্থা বাইটডান্সের সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক সহ মোট ৫৯ টি অ্যাপে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে ভারত। পর দিন থেকেই গুগল প্লে স্টোর ও অ্যাপেল স্টোর থেকেও আর ডাউনলোড করা যাচ্ছিল না এই অ্যাপগুলি। গ্রাহকের তথ্যের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
টিকটক-সহ অন্য চিনা অ্যাপ নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে: মার্কিন সচিব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল