ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের অনুভূতির কথা ব্যক্ত করতে গিয়ে শাকিব বলেন, 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে আমি সম্মানিত বোধ করছি। তাঁর এই সফরে লাভবান হবে বাংলাদেশ-ভারত দুই দেশই। তিনি ভারতকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তা দুর্দান্ত। আমি মনে করি তাঁর নেতৃত্বে ভারত আরও সমৃদ্ধি অর্জন করবে। আমি আশা করছি, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিনে দিনে আরও উন্নত হবে।'
advertisement
প্রধানমন্ত্রী মোদি এদিন সকালে ঢাকার মাটিতে রাখার পরই তাঁকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। শনিবার দেশে ফিরে আসবেন তিনি। ঢাকা পৌঁছানোর পরই বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট, বাংলাদেশি যুব সম্প্রদায়ের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি। সেই দলে শাকিব ছাড়াও ছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা, মহিলা ক্রিকেটের তারকা সালমা খাতুন, জাহানারা আলম, অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া, চিত্র পরিচালক রেদওয়ান রনি, সংগীত তারকা শারমিন সুলতানা সুমি প্রমুখ।
সম্প্রতি তৃতীয় সন্তানের জন্মের পর ক্রিকেট থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন শাকিব। যে কারণে নিউজিল্যান্ড সফরে নেই তিনি। সম্প্রতি আমেরিকায় তাঁর স্ত্রী শিশির তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন। সেখানেই দেওয়া তাঁর একটি সাক্ষাৎকার নিয়ে বিতর্ক দানা বাঁধে। দেশে ফিরে এখন সাকিব আইপিএলে খেলার প্রস্তুতি শুরু করেছেন। এবার আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সেরই হয়ে খেলছেন। আগামী মাসে শুরু হতে চলা আইপিএলের কারণে তিনি বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে টেস্টও খেলছেন না।