TRENDING:

Modi speaks to Qatar Amir: কাতারকে ভাই বলে উল্লেখ করে কাতারে ইজরায়েলি হামলার নিন্দা করলেন মোদি, বদলাচ্ছে সমীকরণ?

Last Updated:

Modi speaks to Qatar Amir: কাতারে হামলা চালিয়েছে ইজরায়েল, এই হামলার জেরে মৃত্যুও হয় অনেকের। হামলার একদিন পরেই কাতারের আমিরকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: কাতারে হামলা চালিয়েছে ইজরায়েল, এই হামলার জেরে মৃত্যুও হয় অনেকের। হামলার একদিন পরেই কাতারের আমিরকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজমাধ্যমে জানান, তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সাথে কথা বলেছেন এবং দোহায় সাম্প্রতিক হামলার বিষয়ে ভারতের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
কাতারের আমিরের সঙ্গে কথা মোদির। Image: ANI
কাতারের আমিরের সঙ্গে কথা মোদির। Image: ANI
advertisement

আরও পড়ুন: নেপালের অন্তর্বর্তী সরকারের মাথায় সুশীলা! নাম ঘোষণার পরেই ভারত নিয়ে বিরাট বার্তা, বদলাবে দুদেশের সম্পর্ক?

এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সাথে কথা বলেছি এবং দোহায় হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। ভারত ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘনকে নিন্দা করছি। আমরা সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান এবং উত্তেজনা এড়ানোর পক্ষে। ভারত এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরুদ্ধে,” প্রধানমন্ত্রী মোদি X-এ পোস্ট করেছেন।

advertisement

আরও পড়ুন: Gen Z ঘোষণা করে দিল পরবর্তী নেতার নাম! বালেন্দ্র শাহ নন, নেপালে দায়িত্বে এক মহিলা, চেনেন এনাকে?

প্রধানমন্ত্রী মোদি কাতারের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রচারের ভূমিকার প্রশংসা করেছেন, যার মধ্যে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির লক্ষ্যে তাদের মধ্যস্থতা প্রচেষ্টাও অন্তর্ভুক্ত। শেখ তামিম কাতারের সাথে ভারতের সংহতির জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়েছেন এবং দুই রাষ্ট্রপ্রধান ভারত-কাতার কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং দুই দেশের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

advertisement

কাতারে ইজরায়েলি বিমান হামলার পরে মোদির এই ফোনকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইজরায়েলের এই হামলার জেরে চমকে উঠেছেন অনেকেই, পাশাপাশি অন্তর্জাতিক মহলে বেশ সমালোচনাও করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Modi speaks to Qatar Amir: কাতারকে ভাই বলে উল্লেখ করে কাতারে ইজরায়েলি হামলার নিন্দা করলেন মোদি, বদলাচ্ছে সমীকরণ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল