TRENDING:

ইরানে গণবিক্ষোভে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল ! এবার আমেরিকা ও ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি খামেইনির

Last Updated:
Iran’s Khamenei Warns Against ‘Deceitful Actions’: ইরানজুড়ে এখন সেদেশের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভ দমন করতে পাল্টা ‘স্টিম রোলার’ চালাচ্ছে ইরান সরকার। সরকারি দমনপীড়নে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।
advertisement
1/6
ইরানে গণবিক্ষোভে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল ! এবার আমেরিকা ও ট্রাম্পকে হুঁশিয়ারি খামেইনির
গত ২৮ ডিসেম্বর থেকে ইরানের বিস্তীর্ণ অংশে গণবিক্ষোভ চলছে। আমেরিকার আশঙ্কা, যে কোনও পরিস্থিতিতে এই বিক্ষোভ হিংসাত্মক রূপ নিতে পারে। সে ক্ষেত্রে বিক্ষোভকারীদের ধরপাকড় করার রাস্তায় হাঁটতে পারে ইরান প্রশাসন। তেহরানের মার্কিন দূতাবাসের তরফে প্রকাশিত সতর্কবার্তায় লেখা হয়েছে, “ইরানের বিক্ষোভ হিংসাত্মক আকার নিতে পারে। এর ফলে ব্যাপক ধরপাকড় এবং জখম হওয়ার ঘটনা ঘটবে। রাস্তা এবং গণপরিবহণ বন্ধ হওয়ার ঘটনাও ঘটতে পারে।”
advertisement
2/6
দেশজুড়ে ইরানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভ দমন করতে পাল্টা ‘স্টিম রোলার’ চালাচ্ছে ইরান সরকার। সরকারি দমনপীড়নে এখনওপর্যন্ত মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। তার মধ্যেই ক্রমাগত উসকানি দিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে ইরানের বিরুদ্ধে প্রত্যাঘাত করার হুমকিও দিয়েছেন। এর মধ্যেই আমেরিকার বিরুদ্ধে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেইনি। (Photo Courtesy: Iran State TV/AP)
advertisement
3/6
এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে খামেইনি সরাসরি হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকাকে। তিনি বলেছেন, দুনিয়ার অত্যাচারীদের শাস্তি হয়েছে। দুর্বৃত্তদের শাস্তি দেওয়া হবে।
advertisement
4/6
খামেইনি লিখেছেন, আমেরিকার প্রেসিডেন্ট, যিনি গোটা বিশ্বকে অত্যন্ত অহংকারের সঙ্গে দেখেন, তাঁর জেনে রাখা উচিত যে পৃথিবীর ইতিহাসে ফেরাউন, নমরুদ এবং মহাম্মদ রেজা পাহলভির মতো অহংকারি শাসকরা ঠিক তখনই ধ্বংস হয়ে গিয়েছিলেন যখন তাদের দম্ভ বা অহংকার তুঙ্গে ছিল। তাঁরও পতন একইভাবে হবে। (Photo Courtesy: Iran State TV/AP)
advertisement
5/6
দেশে বিক্ষোভ থামার কোনও লক্ষণ না থাকায় ইরান সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বলে মনে হচ্ছে। গত শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ সতর্ক করে দিয়েছেন যে, যারা এই প্রতিবাদে অংশ নেবে তাদের 'আল্লাহর শত্রু' হিসেবে গণ্য করা হবে। ইরানে এই অপরাধের শাস্তি সাধারণত মৃত্যুদণ্ড। (Photo Courtesy: Iran State TV/AP)
advertisement
6/6
গত ২৮ ডিসেম্বর প্রাথমিক ভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছিল ইরানে। ক্রমে তা দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের রূপ নিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইয়ের অপসারণ চাইছেন ইরানের মানুষ। রাজধানী তেহরান ছাড়িয়ে দেশের অন্যান্য শহরেও বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
ইরানে গণবিক্ষোভে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল ! এবার আমেরিকা ও ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি খামেইনির
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল