সোশ্যাল মিডিয়া X -এর একাধিক পোস্টে রো খন্না দাবি করেছেন, চিনের উপরে আমেরিকা যে শুল্ক চাপিয়েছেন, ভারতের উপরে ৫০ শতাংশ কর চাপানোর ঘোষণা তার চেয়েও বেশি খারাপ৷
ভারতীয় এই ডেমোক্র্যাট নেতার দাবি, ট্রাম্পের এই পদক্ষেপ ভারত-আমেরিকার ৩০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করে দিচ্ছে৷
advertisement
তিনি আরও দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেহেতু ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেননি, সেই কারণে ভারতের উপরে ট্রাম্প বিরক্ত৷
“এটা (শুল্ক) চিনের উপর শুল্কের চেয়েও বেশি শুল্ক, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের চামড়া ও বস্ত্র রফতানিকে ক্ষতিগ্রস্ত করছে, এবং এটি আমেরিকান নির্মাতাদের এবং ভারতে আমাদের রফতানিকে ক্ষতিগ্রস্ত করছে,” তিনি বলেন।
“এটি ভারতকে চিন এবং রাশিয়ার দিকেও ঠেলে দিচ্ছে। এখন, কেন এমন হচ্ছে? খুব সাধারণ কারণেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করতে অস্বীকৃতি জানিয়েছেন,” তিনি বলেন।