TRENDING:

আমেরিকার মন্টানায় ভয়াবহ বিমান দুর্ঘটনা ! বিমানবন্দরের ভিতরেই ভেঙে পড়ল বিমান, দেখুন ভিডিও

Last Updated:

Plane Crashes At Kalispell City Airport In Montana: সোমবার মন্টানার একটি বিমানবন্দরে অবতরণের সময় একটি ছোট বিমান দাঁড়িয়ে থাকা অন্য একটি বিমানের উপর ভেঙে পড়ে। যার ফলে বড় ধরনের আগুন লেগে যায় বিমানবন্দরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্যালিস্পেল: ফের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটল আমেরিকায়। মন্টানা বিমানবন্দরের ভিতরেই ভেঙে পড়ল বিমান ৷ বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমানের উপর ভেঙে পড়ল অন্য একটি বিমান ৷ সোমবার মন্টানার একটি বিমানবন্দরে অবতরণের সময় একটি ছোট বিমান দাঁড়িয়ে থাকা অন্য একটি বিমানের উপর ভেঙে পড়ে। যার ফলে বড় ধরনের আগুন লেগে যায় বিমানবন্দরে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় হতাহতের এখনও পর্যন্ত কোনও তথ্য এখনও মেলেনি। আমেরিকার মন্টানার ক্যালিস্পেল সিটি এয়ারপোর্টে (Kalispell City Airport) এই দুর্ঘটনা ঘটেছে।
Aircraft crashes while approaching Kalispell City Airport in Montana (CNN-News18)
Aircraft crashes while approaching Kalispell City Airport in Montana (CNN-News18)
advertisement

দুর্ঘটনাস্থলের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় । ভিডিওতে দেখা যাচ্ছে, পর পর কয়েকটি বিমান দাঁড়িয়ে রয়েছে। আর তার ঠিক পাশেই দু’টি বিমানে আগুন লেগে গিয়েছে।

আরও পড়ুন- মাত্র ২ মাসে ১৭ কেজি ওজন ঝরিয়েছেন ক্রিকেটার সরফরাজ খান ! আর তাঁর সেই ওয়েট লসের রহস্য লুকিয়ে রয়েছে গ্রিন কফিতেই, এই বিশেষ পানীয়টি আসলে কী?

advertisement

জানা গিয়েছে, একটি ছোট বিমান বিমানবন্দরে নামার চেষ্টা করছিল। সেই সময়ই বিপত্তি ঘটে। সরাসরি আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি বিমানের উপর আছড়ে পড়ে বিমানটি। সিঙ্গল ইঞ্জিনের ছোট বিমানটিতে চার জন যাত্রী সওয়ার ছিলেন।

আরও পড়ুন– লোহার কড়াইয়ে জাঁকিয়ে বসা দাগ তুলতে গিয়ে কালঘাম ছুটছে? এই সস্তার উপকরণ ব্যবহার করলে মাত্র ১ মিনিটেই নতুনের মতো ঝকঝকে হবে প্যান !

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্থানীয় সময় সোমবার দুপুর ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। ক্যালিস্পেলের পুলিশ চিফ জর্ডান ভেনেজিও জানিয়েছেন, হতাহতের খবর জানা যায়নি এখনও পর্যন্ত। ফেডারেল এভিয়েশেন অ্যাডমিনিস্ট্রেন পরিস্থিতির উপর নজর রাখছে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
আমেরিকার মন্টানায় ভয়াবহ বিমান দুর্ঘটনা ! বিমানবন্দরের ভিতরেই ভেঙে পড়ল বিমান, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল