হোয়াইট হাইজ পাকিস্তানের সমালোচনা করে জমা পড়ল প্রায় পাঁচ লক্ষ মার্কিনি মানুষের স্বাক্ষর৷ পিটিশনের দাবি অনুযায়ী, পাকিস্তানকে সন্ত্রাসে মদতদাতা দেশ হিসেবে ঘোষণা করতে হবে ৷ এই পিটিশন জমা পড়েছে হোয়াইট হাইজে ৷ ৬০ দিনের মধ্যে এই নিয়ে সিদ্ধান্ত জানাবে ওবামা সরকার ৷
রবিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে উরি হামলা ও তারপর পাকিস্তানে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রথমবার মুখ খুলেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবারের অনুষ্ঠানে তিনি স্পষ্টই জানালেন, ‘ভারত কখনই অন্য কোনও দেশকে আক্রমণ করে না ৷ করার কথাও ভাবে না৷’ কিছুটা শক্ত সুরেই রবিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাকিস্তানের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন, শুক্রবার ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক কতটা জরুরী ছিল এই পরিস্থিতিতে ৷ সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার পর এই প্রথম বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী মোদি ৷
advertisement
রবিবার দিল্লিতে অনুষ্ঠিত প্রবাসী ভারতীয় কেন্দ্র-র উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রেখে বললেন, ‘আমরা কখনই জমি দখলের কথা ভাবি না ৷ ভারত কখনই অন্য দেশকে আক্রমণ করে না ৷ ’