TRENDING:

Peshawar Mosque Blast: নামাজ চলাকালীন মসজিদে ঢুকে আত্মঘাতী বোমা হামলা! পেশোয়ারে মৃত কমপক্ষে ৩০, আহত ৫০

Last Updated:

Peshawar Suicide Blast: ঐতিহাসিক কিসা খাওয়ানি বাজার এলাকার জামিয়া মসজিদে যখন শুক্রবারের নামাজ পড়ছিলেন প্রার্থনাকারীরা তখনই বিস্ফোরণ (Peshawar Mosque Blast) ঘটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পেশোয়ার: পাকিস্তানের পেশোয়ার (Peshawar Mosque Blast) শহরের একটি শিয়া মসজিদে প্রার্থনারতদের উপর আত্মঘাতী হামলার বলি কমপক্ষে ৩০ জন! আহত অন্ততপক্ষে ৫০! আহতদের মধ্যে শিশু ও বৃদ্ধরাও রয়েছেন বলে জানা গিয়েছে। পাকিস্তানের সংবাদ সংস্থা জিওনিউজ সূত্রের খবর, পেশোয়ারের কোচা রিসালদার এলাকার কিসা খোয়ানি বাজারে (Qissa Khawani bazaar) এই ভয়ঙ্কর ঘটনাটি (Peshawar Mosque Blast) ঘটেছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে লেডি রিডিং হাসপাতালে। বন্দুক ও গ্রেনেড হামলার এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে পেশোয়ার পুলিশের কাছে।
advertisement

আরও পড়ুন- ইউক্রেনে গুলিবিদ্ধ আরও এক ভারতীয় ছাত্র, ভর্তি কিভের হাসপাতালে

পিটিআই সূত্রের খবর, ঐতিহাসিক কিসা খাওয়ানি বাজার এলাকার জামিয়া মসজিদে (Jamia Mosque) যখন শুক্রবারের নামাজ পড়ছিলেন প্রার্থনাকারীরা তখনই বিস্ফোরণ (Peshawar Mosque Blast) ঘটে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ (Pakistan’s Interior Minister Sheikh Rashid) এটিকে আত্মঘাতী বিস্ফোরণ বলেই নিশ্চিত করেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালো পোশাকের ওই সন্ত্রাসবাদী প্রথমেই একজন নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করে এবং তারপর পাঁচ ছ’টি গুলি চালায়। এর পরেই মসজিদের ভেতরে যেখানে মানুষরা প্রার্থনা করছিলেন সেখানে ছুটে গিয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় ওই সন্ত্রাসবাদী। অন্য এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, মসজিদে বিভিন্ন পৃথক জায়গায় বসে প্রার্থনা জানানো যায়। ফলে বিস্ফোরণের পরে সারা মসজিদ জুড়েই ছড়িয়ে থাকতে দেখা যায় মানুষের মৃতদেহ।

advertisement

জিওনিউজ সূত্রের খবর, “তাড়াতাড়ি ছুটে মসজিদের প্রার্থনাগৃহে ঢুকে পড়ে ওই সন্ত্রাসবাদী এবং আত্মঘাতী বোমায় নিজেকে উড়িয়ে দেয়, বিস্ফোরণের পরে সারা মসজিদ জুড়ে রক্ত আর মাংসের দলা পড়েছিল কেবল।”

আরও পড়ুন- বিহারে ভয়াবহ বিস্ফোরণ! ৬ মাসের শিশু সহ মৃত ১০, নীতিশ কুমারকে ফোন প্রধানমন্ত্রীর

এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠীই অবশ্য এই হামলার (Peshawar Mosque Blast) দায় স্বীকার করেনি। লেডি রিডিং হাসপাতালের মিডিয়া ম্যানেজার মহম্মাদ অসীম জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩০টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে দশজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পেশোয়ারের পুলিশ আধিকারিক ইজাজ আহসান জানিয়েছেন, দুই হামলাকারী মসজিদে প্রবেশের চেষ্টা করে এবং ওই স্থানে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে একজন পুলিশ নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন। এই গোলাগুলি চলার পরপরই বিস্ফোরণ ঘটে বলেও তিনি জানান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় শুরু ক্রিসমাস ফেস্টিভ্যাল! পর্যটকদের জন্য বড়দিনের বড় আকর্ষণ
আরও দেখুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই হামলার নিন্দা করেছেন এবং অবিলম্বে রিপোর্ট দাবি করেছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Peshawar Mosque Blast: নামাজ চলাকালীন মসজিদে ঢুকে আত্মঘাতী বোমা হামলা! পেশোয়ারে মৃত কমপক্ষে ৩০, আহত ৫০
Open in App
হোম
খবর
ফটো
লোকাল