Indian Student Shot at Kyiv: ইউক্রেনে গুলিবিদ্ধ আরও এক ভারতীয় ছাত্র, ভর্তি কিভের হাসপাতালে

Last Updated:

এর আগে নবীণ শেখরাপ্পা নামে কর্ণাটকের এক ডাক্তারি পড়ুয়ার রাশিয়ার হামলায় মৃত্যু হয়৷ তার পরে ফের এক ভারতীয় ছাত্র আহত হলেন (Indian Student Shot in Ukraine)৷

ইউক্রেনে গুলিবিদ্ধ আরও এক ভারতীয় পড়ুয়া৷
ইউক্রেনে গুলিবিদ্ধ আরও এক ভারতীয় পড়ুয়া৷
#কিভ: ইউক্রেনে (Ukraine) গুলিবিদ্ধ হলেন আরও এক ভারতীয় পড়ুয়া (Indian Students in Ukriane)৷ কিভ ছেড়ে বেরিয়ে আসার সময় তিনি গুলিবিদ্ধ হন৷ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী ভি কে সিং সংবাদসংস্থাকে এই খবর জানিয়েছেন৷ ভি কে সিং জানিয়েছেন, গুলিবিদ্ধ ওই ছাত্রকে উদ্ধার করে কিভেরই (Kyiv) একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
এর আগে নবীণ শেখরাপ্পা নামে কর্ণাটকের এক ডাক্তারি পড়ুয়ার রাশিয়ার হামলায় মৃত্যু হয়৷ তার পরে ফের এক ভারতীয় ছাত্র আহত হলেন৷ ভি কে সিং জানিয়েছেন, 'গোলাগুলি দেখে না কে ভারতীয়, কে ইউক্রেনিয়ান, কে রাশিয়ান বা কে অন্য দেশের নাগরিক৷ আমাদের আরও এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন, তাঁর চিকিৎসা চলছে৷ আমাদের এখন লক্ষ্য ন্যূনতম ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে যে কোনও মূল্যে ভারতীয়দের নিরাপদে বের করে আনা৷'
advertisement
advertisement
ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের রোমানেয়িা, পোল্যান্ডের মতো প্রতিবেশী দেশগুলি দিয়ে দেশে ফিরিয়ে আনা হচ্ছে৷ পোল্যান্ড, রোমানিয়া সীমান্তে ভারতীয়দের হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে৷ ইতিমধ্যেই কিভ, খারকিভের মতো ইউক্রেনের সবথেকে বড় দুই শহর ছেড়ে যে কোনও মূল্যে বেরিয়ে আসতে পরামর্শ দেওয়া হয়৷
advertisement
কিন্তু ইউক্রেনের প্রায় সর্বত্রই এখন যে রকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে প্রতিবেশী দেশগুলির সীমান্তে পৌঁছনোই এখন ভারতীয়দের কাছে কঠিন হয়ে উঠছে৷ আরও এক ভারতীয় ছাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তা ফের প্রমাণিত হল৷
এই পরিস্থিতির মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, প্রায় তিন হাজার ভারতীয় পড়ুয়াকে পণবন্দি করে রেখেছে ইউক্রেন৷ যদিও ভারতীয় বিদেশমন্ত্রক দাবি করেছে, ভারতের নাগরিকদের পণবন্দি করার কোনও খবর তাদের কাছে নেই৷ ইতিমধ্যেই ইউক্রেনে আটক ভারতীয়দের নিয়ে ন'টি বিমান দেশে ফিরেছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Student Shot at Kyiv: ইউক্রেনে গুলিবিদ্ধ আরও এক ভারতীয় ছাত্র, ভর্তি কিভের হাসপাতালে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement