ভয়ঙ্কর সেই ঘটনাটি ঘটেছে শুক্রবার দক্ষিণ কোরিয়ার এসিয়ানা এয়ারলাইন্সের একটি বিমানে। কমপক্ষে ২০০ জন যাত্রী নিয়ে ওই এ৩২১-২০০ বিমানটি দেয়্গু আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ঘটনার সময় মাটি থেকে ৭০০ ফুট উঁচুতে ছিল ওই বিমান।
বিমানচালক অবশ্য ওই অবস্থায় প্লেনটি চালিয়ে নিয়ে যান। আর যাত্রীদের নিয়ে নিরাপদেই বিমান অবতরণ করে। যদিও এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।
advertisement
সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিমানটি জেজু দ্বীপ থেকে দেয়গুতে যাচ্ছিল। বিমানের আপৎকালীন দরজার কাছে বসেছিলেন বছর তিরিশের এক যাত্রী। বিমান মাঝ আকাশে থাকা অবস্থায় ওই যাত্রী দরজা খোলার চেষ্টা করেন। অন্য যাত্রীরা তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেও পেরে ওঠেননি।
আরও পড়ুন, কতটা রাজকীয় ভারতের নতুন সংসদ ভবন, ভিতরে কী কী থাকছে? দেখলে তাক লেগে যাবে
আরও পড়ুন, গোয়েন্দা ব্যর্থতা স্বীকার করলেন মমতা! বিরোধীদের অভিযোগ মানলেন মুখ্যমন্ত্রী?
দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ নিউজ এজেন্সি জানিয়েছে, ওই দুর্ঘটনার জেরে অসুস্থ নয় জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেয়গু আন্তর্জাতির বিমানবন্দরেই ওই যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। কেন তিনি দরজা খুললেন, সে ব্যাপারে প্রশ্ন করা হলে পুলিশ আধিকারিকদের ওই যাত্রী জানিয়েছেন, তিনি বিমানের মধ্যে অস্বস্তি বোধ করছিলেন। তাড়াতাড়ি বিমান থেকে নামতে চেয়েছিলেন। তাই আপৎকালীন দরজাটি খুলেছিলেন। যুবকের এই উত্তর শুনে স্তম্ভিত যাত্রীরা।