ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল পাকিস্তানের ফেডারেশন ইনভেস্টিগেশন এজেন্সি, এফআইএ৷ তোষাখানা-২ মামলায় এই সাজা ঘোষণা করা হয়েছে বলে পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রের খবর৷
advertisement
বর্তমানে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি ইমরান৷ সম্প্রতি তাঁর উপরে জেলে ভিতরে অত্যাচারের অভিযোগ এনেছিলেন তাঁর বোনেরা৷ সেই জেলের ভিতরেই চলে এই মামলার সাজা শুনানি সংক্রান্ত কাজকর্ম৷ শনিবার সেই আদায়িলা জেলের অন্দরেই ইমরান খানকে তাঁর সাজা শোনান বিশেষ বিচারক শাহরুখ অর্জুমন্দ৷ রায়দান কালে বিচারক জানিয়েছেন, আদালত দেশের প্রধানকে দেওয়া উপহারকে নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে, সকলের বিশ্বাসভঙ্গ করেছে৷
আরও পড়ুন: ঘন কুয়াশার জের, রানাঘাটে নামতেই পারল না মোদির কপ্টার! ফিরল কলকাতায়
রায়ের অধীনে, ইমরান খানকে পাকিস্তান দণ্ডবিধির ধারা ৩৪ এবং ৪০৯ এর অধীনে ১০ বছরের কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ধারা ৫(২) এর অধীনে অতিরিক্ত সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আইনি বিধানের অধীনে বুশরা বিবিকেও একই রকম সাজা দেওয়া হয়েছে।
কারাদণ্ডের পাশাপাশি, আদালত প্রতি দোষীকে ১ কোটি ৬৪ লক্ষ টাকা জরিমানা করেছে, এবং সতর্ক করে দিয়েছে যে জরিমানা দিতে ব্যর্থ হলে আরও কারাদণ্ড হতে পারে।
প্রসঙ্গত, ২০২১ সালের মে মাসে সৌদি যুবরাজের একটি সরকারি সফরের সময় ইমরান খানকে একটি বিলাসবহুল বুলগারি গয়না সেট উপহার দিয়েছিলেন৷ পরে তা নামমাত্র মূল্যে কিনে নেওয়ার অভিযোগ ওঠে৷ পরে তা-ই তোশাখানার নিয়ম লঙ্ঘন সংক্রান্ত মামলার সূত্রপাত করে।
সর্বশেষ এই সাজা ইমরান খানের আইনি লড়াইকে আরও জটিল করে তুলবে বলে আশা করা হচ্ছে, কারণ তিনি দুর্নীতি এবং কর্তৃত্বের অপব্যবহারের সাথে যুক্ত একাধিক মামলার মুখোমুখি হচ্ছেন।
