TRENDING:

Pakistan’s most expensive house: দাম ১২৫ কোটি! আর্থিক সঙ্কটে জর্জরিত পাকিস্তানে বিক্রি হবে সে দেশের সবথেকে দামি বাড়ি

Last Updated:

Pakistan’s most expensive house: প্রকাশ্যে এসেছে পাক মুলুকের মহার্ঘ্যতম বাড়ি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইসলামাবাদ: সে দেশের ইতিহাসে চরমতম আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, উদ্বেগ, দারিদ্রের জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ। কিন্তু দেশবাসীর এই নিদারুণ পরিস্থিতি মানে এই নয় যে পাকিস্তান থেকে বিলাসিতা উবে গিয়েছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে পাক মুলুকের মহার্ঘ্যতম বাড়ি। নির্মাতা জানিয়েছেন প্রাসাদোপম সেই বাড়ির দাম ১২৫ কোটি টাকা। বিক্রির জন্য জানানো হয়েছিল সেই অট্টালিকা সম্বন্ধে যাবতীয় তথ্য। তবে সেটি বিক্রি হয়ে গিয়েছে, নাকি এখনও ক্রেতা পাওয়া যায়নি, সে তথ্য সামনে আসেনি।
প্রকাশ্যে এসেছে পাক মুলুকের মহার্ঘ্যতম বাড়ি
প্রকাশ্যে এসেছে পাক মুলুকের মহার্ঘ্যতম বাড়ি
advertisement

ভারতীয় মুদ্রায় ১২৫ কোটি টাকা মূল্যের এই প্রাসাদের প্রতিটি তলা বা ফ্লোর প্রশস্ত। বিশাল গ্যারাজ, সুইমিং পুল, অত্যাধুনিক জিম তো রয়েইছে। পাশাপাশি আছে সিনেমাহল, লাউঞ্জ এবং অন্যান্য সুযোগ সুবিধে। প্রায় ১০ টি শয়নকক্ষের এই প্রাসাদ সাজানো হয়েছে নিখুঁত যত্নে। এক ঝলকে মনে হবে বসতবাড়ি নয়, এ যেন কোনও সুসজ্জিত হোটেল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রাসাদ ঘিরে মনোরম লন এবং বাগানও চোখ ধাঁধিয়ে দেয়। এমনভাবে তৈরি করা হয়েছে এই বাড়ি, নতুন ক্রেতা ইচ্ছেমতো এর সাজসজ্জার রদবদলও করতে পারবেন।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan’s most expensive house: দাম ১২৫ কোটি! আর্থিক সঙ্কটে জর্জরিত পাকিস্তানে বিক্রি হবে সে দেশের সবথেকে দামি বাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল