পঞ্চম বার বিয়ের পাত্র হওয়া শওকতের কথা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর ইয়াসির শামির কল্যাণে৷ ইউটিউবার ইয়াসিরকে জানিয়েছেন শওকত, যে তাঁর আগের পক্ষের স্ত্রীরা মারা গিয়েছেন৷ ফলে বিবাহিত জীবনে ইতি পড়েছে৷ সমস্যা দূর করতে উদ্যোগী মেয়েরাই৷ অষ্টম মেয়ের বিয়ের দিনই নতুন করে বিবাহিত বন্ধনে আবদ্ধ হলেন শওকত৷ বাবার জন্য যোগ্য পাত্রী খুঁজে আনলেন মেয়েরাই৷
advertisement
আরও পড়ুন : ভাইয়ের জন্য ১৩০০ টাকার ঘড়ি অর্ডার করে দিদি অনলাইনে পেলেন ৪ টে ছোট ঘুঁটে
আরও পড়ুন : সন্ধ্যা হলেই লাইট অ্যান্ড সাউন্ড শো, সিডনি অপেরার মতো সেজে উঠছে হাওড়া ব্রিজ
কিন্তু বিয়ের জন্য বয়স কি বেশি হয়ে গেল না? সে সম্ভাবনা নস্যাৎ করে শওকতের দাবি, তিনি হৃদয়ের দিক থেকে চিরতরুণ৷ তাঁর নবতম স্ত্রীও জানিয়েছেন এই বিয়েতে তিনি খুশি৷ বড় সংসারের কর্ত্রী হতে হবে জেনেই বিয়ে করেছেন তিনি৷ প্রসঙ্গত গত বছরই পঞ্চম বিয়ে করেছেন শওকত৷ তার পর এখনও নেটদুনিয়ায় ভাইরাল তিনি৷