জীশানের সঙ্গে আয়েশার আলাপ অবশ্য এক দুর্ভোগের মধ্যে দিয়ে। বেড়াতে গিয়ে আয়েশার গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল। একাধিক কর্মীর কাছে তিনি যান সমস্যার সমাধানের খোঁজে। কিন্তু টায়ারের ক্ষত মেরামত করতে তাঁরা ব্যর্থ হন। শেষে গাড়ি ঠেলতে ঠেলতে জীশানের কাছে যান আয়েশা। জীশানের হাতেই ঠিক হয় তাঁর গাড়ির টায়ার।
আরও পড়ুন : ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, পোশাকহীন যাত্রীর হাতে আক্রান্ত অন্য যাত্রী! বিমান বাংলাদেশের উড়ানের ঘটনায় চক্ষু চড়কগাছ
advertisement
বিপদের মুহূর্তে জীশানের ব্যবহারে মুগ্ধ হয়ে যান আয়েশা। জীশান তড়িঘড়ি তাঁর কর্মীদের নির্দেশ দেন আয়েশার গাড়ির টায়ার মেরামত করতে। সে সময় আয়েশার যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও খেয়াল রাখেন জীশান। চা অফার করেন। সেই মুহূর্তের আবেশে মুগ্ধতায় আবিষ্ট হয়ে পড়েন আয়েশা।
সেই আবেশ থেকে বার হতে পারেননি আয়েশা। মুগ্ধতা থেকে প্রেমে পড়ে যান। শেষে এমন অবস্থা হয়, আয়েশা ইচ্ছে করে তাঁর গাড়ির টায়ার পাংচার করাতেন। শুধু জীশানের সঙ্গে দেখা করবেন বলে।
আয়েশাকে বিয়ে করার সিদ্ধান্তে খুশি জীশানও। কারণ আয়েশা তাঁর পেশাকে ঘৃণা করেন না। বরং তাঁকে ভালবাসেন। নেটিজেনরা এখন মুগ্ধ তাঁদের প্রেম কাহিনিতে।