ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, পোশাকহীন যাত্রীর হাতে আক্রান্ত অন্য যাত্রী! বিমান বাংলাদেশের উড়ানের ঘটনায় চক্ষু চড়কগাছ
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Biman Bangladesh: ভাইরাল ভিডিওটি ১৫ হাজারের বেশি ভিউজ পেয়েছে। অনলাইনে এসেছে একাধিক প্রতিক্রিয়া
মাঝ আকাশে বিমানযাত্রীদের অভব্য আচরণ যেন নিরবচ্ছিন্ন সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি একাধিক অভিযোগ শোনা যাচ্ছে। সেই তালিকায় যোগ হয়েছে বিমান বাংলাদেশের ঘটনা। বিমান বাংলাদেশের বোয়িং ৭৭৭ উড়ানে দুই যাত্রীর মধ্যে ঝামেলা এখন খবরের শিরোনামে। ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে জামা খোলা অবস্থায় খালি গায়ে এক যাত্রী আক্রমণ করেছেন বিমানের সামনের আসনের যাত্রীকে।
তিনি কলার ধরে আক্রমণ করেন ওই যাত্রীকে। জামাহীন যাত্রী আক্রমণ চালিয়েই যান। অন্য যাত্রী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এই ঘটনায় দৃশ্যতই হতভম্ব হয়ে পড়েন বাকি যাত্রীরা। তবে ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত হামলা চলতেই থাকে।
advertisement
আরও পড়ুন : বড় খবর! মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ভাইরাল ভিডিওটি ১৫ হাজারের বেশি ভিউজ পেয়েছে। অনলাইনে এসেছে একাধিক প্রতিক্রিয়া। সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন দোষীদের বিরুদ্ধে। নেটিজেনদের মত, এই ঘটনায় উড়ান সংস্থায় ভাবমূর্তি ক্ষকিগ্রস্ত হচ্ছে। এছাড়াও এসেছে আরও অভিযোগ। উড়ান সংস্থার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে যাত্রীদের বিরুদ্ধে।
advertisement
Another "Unruly Passenger" 👊 This time on a Biman Bangladesh Boeing 777 flight!🤦♂️ pic.twitter.com/vnpfe0t2pz
— BiTANKO BiSWAS (@Bitanko_Biswas) January 7, 2023
কোনও নেটিজেনের মত, উড়ানে সুরা পান করা বন্ধ করা হোক। তাহলে ঝামেলা কমবে বলেই তিনি মনে করেন। বিমান বাংলাদেশের মতোই ঘটনা ঘটেছিল ব্যাঙ্কক থেকে কলকাতা যাওয়ার পথে থাই স্মাইল এয়ারওয়েজের উড়ানে। সেক্ষেত্রে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল এক যুবক বাকি যাত্রীদের হাতে আক্রান্ত হচ্ছেন নির্মম ভাবে। পর পর একই ধরনের ঘটনা হতেই থাকায় আতঙ্কিত যাত্রীরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 2:18 PM IST