TRENDING:

Pakistan Attacks Afganistan: এবার একেবারে কাবুলে ঢুকে বিমানহানা ইসলামাবাদের! পর পর বিস্ফোরণ..কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী

Last Updated:

শুক্রবার সকাল সকালই কাবুলের আকাশবাতাস কাঁপিয়ে ঢোকে একটা যুদ্ধবিমান৷ পর পর দু’টো বিস্ফোরণ ঘটায় সেখানে৷ গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, এই দফা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) প্রধান নুর ওয়ালি মেহসুদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে৷ মেহসুদ পূর্ব কাবুলের টিটিপি এবং আল-কায়েদা সেফ হাউস থেকে সংগঠন পরিচলনা করছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাবুল: বর্তমানে ভারত সফরে রয়েছেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী মৌলবি আমির মুত্তাকির৷ আজ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করার কথা তাঁর৷ এর মাঝেই আফগানিস্তানের রাজধানী কাবুলকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাল পাকিস্তান৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, পাকিস্তানি সংবাদমাধ্যমগুলি দাবি করেছে, পাক বিমানবাহিনী পিএএফ কাবুলের তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র আস্তানাগুলি টার্গেট করে এই হামলা চালিয়েছে৷
News18
News18
advertisement

গতকাল রাতেই কাবুলের আকাশবাতাস কাঁপিয়ে ঢোকে একটা যুদ্ধবিমান৷ পর পর দু’টো বিস্ফোরণ ঘটায় সেখানে৷ গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, এই দফা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) প্রধান নুর ওয়ালি মেহসুদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে৷ মেহসুদ পূর্ব কাবুলের টিটিপি এবং আল-কায়েদা সেফ হাউস থেকে সংগঠন পরিচলনা করছিলেন৷

আরও পড়ুন : বড় খবর, বন্ধ থাকবে বিদ‍্যাসাগর সেতুতে যান চলাচল! শনি ও রবিবার কখন বন্ধ থাকবে? এখনই জানুন

advertisement

কিছু সূত্র দাবি করেছে, পাকিস্তানের এই বিমানহানায় মেহসুদের বাড়ির চত্বর ধূলিসাৎ হয়ে গিয়েছে৷ যদিও CNN-News18 -র হাতে একটি ভিডিও বার্তা এসেছে, যেখানে মেহসুদ দাবি করেছেন, তিনি নিরাপদ রয়েছেন এবং পাকিস্তানে রয়েছেন৷ তবে হামলায় তাঁর ছেলের মৃত্যু হয়েছে৷

এই বিমানহানার ঠিক ৪৮ ঘণ্টা আগেই কড়া হুমকির সুর শোনা গিয়েছিল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা আসিফের মুখে৷ খ্বজা আসিফ বলেছিলেন,‘‘আফগানিস্তানেরমাটি যদি পাকিস্তান বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপের আঁতুড়ঘর হয়ে যায়, তাহলে তার ফল ভুগতে হবে ওদের৷ হয় পাকিস্তান নিজে, অথবা কোনও পাক শরিক জোটের তরফে এর উচিত শিক্ষা দেওয়া হবে৷’’

advertisement

আরও পড়ুন : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস ! বর্ষা বিদায় নেবে কবে?

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

পাক প্রতিরক্ষামন্ত্রীর এই হুমকির পর পরই কাবুলে এই বিমানহানা৷ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা মনে করছেন, মেহসুদের পরিবারের উপরে এই হামলা টিটিপি-র অন্দরে একটা টানাপড়েন সৃষ্টি করবে৷ কারণ, ইতিমধ্যেই তা কাবুলপন্থী এবং রাওয়ালপিন্ডি পন্থী গোষ্ঠীতে বিভক্ত৷ বিশেষজ্ঞেরা মনে করছেন, কাবুলে ঢুকে এই ভাবে বিমানহানা চালানোর পরে আফগান-পাক সীমান্তবর্তী কুনার, নাংগারহার, পাকতিতা অঞ্চলে অশান্তি আরও দ্রুত ছড়িয়ে পড়বে৷ এতে আফগানিস্তান ও পাকিস্তান সরকারের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Attacks Afganistan: এবার একেবারে কাবুলে ঢুকে বিমানহানা ইসলামাবাদের! পর পর বিস্ফোরণ..কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল