পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif) এক্স হ্যান্ডলে জানিয়েছেন, পাকিস্তান-নিয়ন্ত্রিত ভূখণ্ডের পাঁচটি স্থানে ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে ভারত। তিনি বলেন, ভারতের এই হামলার বিরুদ্ধে কঠিন জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং সেভাবেই জবাব দেওয়া হচ্ছে। শেহবাজ শরিফ আরও বলেন, শত্রুদের মোকাবিলায় ‘পুরো জাতি’ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সংহতি জানাচ্ছে। এদিকে পরিস্থিতি পর্যালোচনা করার জন্য ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) সভা আহ্বান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
advertisement
শেহবাজ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘পাকিস্তানের পাঁচটা এলাকায় কাপুরুষের মতো হামলা চালিয়েছে ধূর্ত শত্রু। ভারতের এই যুদ্ধ ঘোষণার পাল্টা জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। ইতিমধ্যেই জবাব দেওয়া শুরু হয়েছে।’’
পাক আইএসপিআর ডিজি বুধবার ভোরের সাংবাদিক বৈঠকে বলেন, “বহাওয়ালপুরের আহমেদপুর পূর্বে শুভান মসজিদে হামলা চালানো হয়েছে। এখানে চারটি স্ট্রাইকে পাঁচ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে তিন বছরের শিশুও আছে। এ ছাড়া এখানে ৩১ জন জখম হয়েছেন, তাঁদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৬ জন মহিলা।” তিনি আরও বলেন, “মুজাফফরাবাদে বিলাল মসজিদকে নিশানা করা হয়েছে। সাতটি হামলায় এখানে এক জন আহত এবং মসজিদটি ধ্বংস হয়েছে।” মুরিদকেতে উমালকুরা মসজিদে চারটি হামলা হয়েছে। এক জনের মৃত্যু হয়েছে , এক জন জখম হয়েছেন।শিয়ালকোটের কোটকি লোহারা গ্রামে দু’টি হামলা হয়েছে। এখানে হতাহতের কোনও খবর নেই। এছাড়া শাকারগড়ের কাছেও দু’টি হামলা হয়েছে। হতাহতের খবর নেই।