যে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরির চেষ্টা করছে পাকিস্তান, সেগুলির ভিতরে প্রথাগত অস্ত্র ছাডা়ও পারমাণবিক অস্ত্র ভরা থাকতে পারে৷ ৫৫০০ কিলোমিটার দূরের নিশানাতেও আঘাত করতে সক্ষম হয় এই ধরনের মিসাইল৷
রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান যদি শেষ পর্যন্ত এই আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করে ফেলে তাহলে পাকিস্তানকে নিজেদের জন্য বিপজ্জনক বলেই ঘোষণা করে দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এই মুহূর্তে রাশিয়া, চিন এবং উত্তর কোরিয়াকে এই তালিকায় রেখেছে আমেরিকা৷
advertisement
সূত্রের খবর, চিনের সাহায্য নিয়েই এই আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরির চেষ্টায় রয়েছে পাকিস্তান৷ ১৯৭০-এর দশকের শুরুর দিকে প্রথম বার পাকিস্তান পারমাণবিক প্রকল্প শুরু করে৷ ১৯৯৮ সালে প্রথমবার পরমাণু অস্ত্র পরীক্ষা করে তারা৷
অপারেশন সিঁদুরে ভারতের সামরিক শক্তির সামনে কার্যত দিশেহারা লেগেছে পাকিস্তানকে৷ ভারত যে নিজেদের ক্ষেপনাস্ত্র ভাণ্ডারকে শক্তিশালী করতে এবং নতুন ক্ষেপনাস্ত্র নির্মাণে বিপুল বিনিয়োগ করেছে, তাও স্পষ্ট হয়ে গিয়েছে৷ এবার তাই ভারতের সঙ্গে পাল্লা দিতেই মরিয়া হয়ে উঠেছে ইসলামাবাদ৷