TRENDING:

Pakistan election results: জেলে থেকেই ইমরানের দাপট! সংখ্যাগরিষ্ঠতা পেল না কেউ, পাকিস্তানে জোট সরকার?

Last Updated:

সবথেকে বেশি সংখ্যক আসনে এগিয়ে রয়েছেন নির্দলরাই৷ যাঁদের পিছনের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থন রয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইসলামাবাদ: সরকার গঠনের জন্য দেশের সব রাজনৈতিক দলের কাছে সমর্থন চাইলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ এখনও পর্যন্ত পাকিস্তানের নির্বাচনের যা ফলাফল তাতে একক বৃহত্তম দল হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ৷ যদিও সবথেকে বেশি আসনে জয়ী হয়েছেন নির্দলরাই৷
ফের প্রধানমন্ত্রী হতে পারবেন নওয়াজ শরিফ? ছবি-এপি
ফের প্রধানমন্ত্রী হতে পারবেন নওয়াজ শরিফ? ছবি-এপি
advertisement

নির্বাচনের ফল মোটের উপর স্পষ্ট হয়ে যাওয়ার পর অন্যান্য রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে নওয়াজ শরিফ বলেন, বার বার নির্বাচন করা সম্ভব নয়৷ দেশের সব প্রতিষ্ঠান, প্রত্যেককে পাকিস্তানকে এই সঙ্কট থেকে বের করে আনার জন্য এগিয়ে আসতে হবে৷

আরও পড়ুন: শেষ বেলায় কাঁপুনি ধরাতে ফিরছে শীত, ৮ জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা

advertisement

রাত ৮টা পর্যন্ত ভোট গণনার যে ফল পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী পাকিস্তানের সংসদের ২৬৫টি আসনের মধ্যে নির্দলরা এগিয়ে ছিলেন ৯০টি আসনে৷ নওয়াজ শরিফের দল পিএমএল এগিয়ে ছিল ৬২ আসনে৷ এ ছাড়াও বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি এগিয়ে ছিল ৫১টি আসনে৷ এমকিউএম এগিয়ে ছিল ১১টি আসনে৷

তবে সবথেকে বেশি সংখ্যক আসনে এগিয়ে রয়েছেন নির্দলরাই৷ যাঁদের পিছনের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থন রয়েছে৷ নওয়াজ শরিফ অবশ্য দাবি করেছেন, নির্বাচনের ফল থেকে স্পষ্ট ভোটের ফলাফলে বৃহত্তম দল হিসেবে জয়ী হয়েছে পিএমএল-ই৷

advertisement

পাকিস্তানের নির্বাচনে কোনও দলই যে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, ভোটের আগে সমীক্ষাতেই সেই সম্ভাবনা উঠে এসেছিল৷ নির্বাচনকে কেন্দ্র করে অবশ্য তুমুল অশান্তি হয় পাকিস্তানে৷ এমন কি, জঙ্গি হানার ঘটনাও ঘটেছে৷ প্রাণ হারিয়েছেন ২৮ জন৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইতিমধ্যেই সরকার গঠনের জন্য নিজের ভাই এবং পাকিস্তানের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে পিপিপি-র আসিফ আলি জারদারি, জেইউআই-এর ফজলুর রহমানের মতো নেতাদের সঙ্গে কথা বলতে নির্দেশ দিয়েছেন নওয়াজ শরিফ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, শেহবাজ শরিফের সঙ্গে আলোচনাও শুরু করেছেন জারদারি৷ শেষ পর্যন্ত পাকিস্তানের মসনদে কে বসেন, সেটাই এখন দেখার৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan election results: জেলে থেকেই ইমরানের দাপট! সংখ্যাগরিষ্ঠতা পেল না কেউ, পাকিস্তানে জোট সরকার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল