TRENDING:

বিসিসিআই-কে আইনি নোটিস পাঠালো পিসিবি

Last Updated:

ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইনি নোটিস পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ( পিসিবি) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতীয় সেনাদের মুণ্ডচ্ছেদের পর এখন ফের ভারত-পাকিস্তান দু’দেশের সম্পর্কে ফাটল ধরেছে ৷ সীমান্তে পরিস্থিতি এখন যথেষ্ট উত্তপ্ত ৷ পাকিস্তান থেকে ভারতে আসা একদল ছাত্রকেও সেদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ পাকিস্তানের সঙ্গে এখনই কোনও আলোচনাতেও বসতে চাইছে না ভারত ৷ এই অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইনি নোটিস পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ( পিসিবি) ৷
advertisement

ভারতীয় বোর্ডকে পিসিবি-র আইনি নোটিস পাঠানোর পিছনে কারণ হল, ২০১৫-২০২৩ পর্যন্ত ছ’টি দ্বি-পাক্ষিক সিরিজ খেলার কথা ভারত-পাকিস্তানের ৷ কিন্তু গত দু’বছরে একটা সিরিজও খেলেনি ভারত ৷ বিসিসিআই-এর কাছে এর ক্ষতিপূরণ দাবি করে নোটিস পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷

কেন্দ্রের থেকে সবুজ-সঙ্কেত না পেলে এমনিতেই পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে ৷ পিসিবি-র পাঠানো এই আইনি নোটিস দু’দেশের ত্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কে আরও অবনতি ঘটাবে বলেই মনে করা হচ্ছে ৷ তবে তা নিয়ে বিশেষ ভাবছে না বিসিসিআই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পাক বোর্ড কর্তাদের দাবি, নিরপেক্ষ দেশেও সিরিজ খেলার ব্যাপারে রাজী তাঁরা ৷ কিন্তু ভারত কোনওভাবেই দু’দেশের ক্রিকেট সিরিজে আগ্রহী নয় ৷ তাই বাধ্য হয়েই এই আইনি নোটিস পাঠানো হয়েছে পিসিবি-র পক্ষ থেকে ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
বিসিসিআই-কে আইনি নোটিস পাঠালো পিসিবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল