TRENDING:

আন্তর্জাতিক হাটে হাঁড়ি ভাঙল পাকিস্তানের, প্রথমবার মানল দাউদ থাকেন করাচিতেই!

Last Updated:

পাকিস্তানের আতঙ্কবাদীদের নয়া তালিকা প্রকাশ করল৷ এই তালিকায় তার দাউদ ইব্রাহিমের নাম ঢুকিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: পাকিস্তান সারা পৃথিবীর সামনে এক চরম স্বীকারোক্তি করল৷  আরও একবার সামনে এল তাদের জঘন্য কাজকর্ম৷ তারা মেনে নিয়েছে দাউদ ইব্রাহিম করাচিতে রয়েছে৷ পাকিস্তানের আতঙ্কবাদীদের নয়া তালিকা প্রকাশ করল৷ এই তালিকায় তার দাউদ ইব্রাহিমের নাম ঢুকিয়েছে৷
advertisement

পাকিস্তান শনিবার নিষিদ্ধ সন্ত্রাসবাদী হাফিজ সইদ , মাসুদ আজহার ও দাউদ সহ ৮৮ নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন এবং তাদের কর্তাদের কঠোর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে৷  আন্তর্জাতিক সন্ত্রাসবাদে অর্থের যোগানের ওপর নজর রাখে যে তত্ত্বাবধায়ক সংস্থা অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) কালো তালিকা থেকে বেরিয়ে আসার জন্য এই পদক্ষপে নিয়েছে পাকিস্তান- এমনটাই মত ওয়াকিবহাল মহলের৷

advertisement

পাকিস্তান এই সব সন্ত্রাসবাদী সংগঠন এবং তাদের মাস্টারমাইন্ডদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করার নির্দেশ দিয়েছে। পাকিস্তান সরকারের নতুন প্রকাশিত তালিকায় দাউদ ইব্রাহিমের নাম, করাচিতে হোয়াইট হাউসের, তার ঠিকানা সবই নথিতে উল্লেখ করা হয়েছে।এই প্রথম পাকিস্তান দাউদের উপস্থিতির কথা সর্বসমক্ষে স্বীকার করল৷ কারণ এর আগে পাকিস্তান সর্বদা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের উপস্থিতি অস্বীকার করে আসছে। নতুন এই তালিকা থেকে পাকিস্তানের মিথ্যাচারগুলি ফের একবার বিশ্বের সামনে এল। সন্ত্রাসবাদী সংগঠনগুলিতে নিষেধাজ্ঞার আদেশটি পাকিস্তান সরকার ১৮ ই আগস্ট জারি করেছিল।

advertisement

এফএটিএফ পাকিস্তানকে ধূসর তালিকায় রেখেছে জুন ২০১৮ থেকে৷ প্যারিস থেকে কাজ করে এফএটিএফ৷ তারা  পাকিস্তানকে 'ধূসর তালিকায়' রাখার পাশাপাশি ইসলামাবাদকে ২০১৯-র শেষের দিকে অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের জন্য ফের জোর দিয়েছিল৷  তবে কোভিড -১৯ অতিমারির কারণে সময়সীমা বাড়ানো হয়েছিল।

advertisement

সরকার ১৮ ই আগস্ট দু'টি নোটিশ  জারি করে, জইশ-ই-মহম্মদ প্রধান আজহার এবং আন্ডারওয়ার্ল্ড ডন ইব্রাহিমকে ২৬/১১ এর মুম্বই হামলার ষড়যন্ত্রকারী এবং জামায়াত-উদ-দাওয়ার মাস্টারমাইন্ডের বিরুদ্ধে নির্দেশিকা জারির কথা ঘোষণা করে। ১৯৯৩ সালের মুম্বই বোমা বিস্ফোরণের পরে দাউদ ভারতের পক্ষে মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট হিসেবে চিহ্নিত হন৷

পাকিস্তানের সংবাদপত্র ‘দ্য নিউজ’-র খবর অনুযায়ি পাকিস্তান সরকার সম্প্রতি সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের জারি করা সূচি অনুযায়ি ৮৮ টি সংগঠন ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা প্রয়োগ করেছে৷ এই তালিকায় রয়েছে জামাত উদ দাওয়া,  জৈশ এ মহম্মদ, তালিবান, দাএশ, হক্কানি, আলকায়দা ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
আন্তর্জাতিক হাটে হাঁড়ি ভাঙল পাকিস্তানের, প্রথমবার মানল দাউদ থাকেন করাচিতেই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল