কাবুল: আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত সংঘর্ষে সেনা থেকে শুরু করে সাধারণ মানুষের রক্ত বইছে অহরহ৷ তা-ও ইস্তানবুলে শান্তি প্রস্তাবে ঐকমত্য হতে পারল দুটো দেশ৷ এই পর্যন্ত হলেও নয় কথা ছিল, কিন্তু, শান্তি চুক্তিতে না আসার পিছনে ভারতকে দোষারোপ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা আসিফ৷
advertisement
পাকিস্তানের প্রধানমন্ত্রী খ্বজা আসিফের দাবি, ইস্তানবুলে পাকিস্তান-আফগানিস্তান শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পিছনে দায়ী হচ্ছে ভারত৷ ভারত সক্রিয় ভাবে দু’দেশের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি স্বাক্ষর করতে বাধা সৃষ্টি করছে৷
advertisement
আগের মতো এবার আসিফ দাবি করেছেন, আফগানিস্তানের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে ‘প্রক্সি ওয়ার’ চালাচ্ছে নয়াদিল্লি৷ তাঁর দাবি, আফগানিস্তানকে অর্থনৈতিক সাহায্য করার পরিবর্তে কাবুলের তালিবান প্রশাসনের অভ্যন্তরীণ বিষয়ে ভালরকম নাক গলাচ্ছে ভারত৷
advertisement
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমিরখান মুত্তাকি সহ তালিবানের বহু মন্ত্রীই ‘ভারতের হয়ে নোংরা খেলা খেলছে’৷ প্রসঙ্গত, সেপ্টেম্বরের শুরু থেকেই উত্তপ্ত দুই দেশের অন্তবর্তী সীমান্ত এলাকা৷ বোমাবর্ষণ থেকে গোলাগুলি৷ একের পর এক মৃত্যু৷ সেই সংঘর্ষ থামানোর জন্য ইস্তানবুলে আলোচনায় বসেছিল কাবুল ও ইসলামাবাদ৷ তবে ভেস্তে গিয়েছে সেই বৈঠক৷
advertisement
আসিফ আরও স্পষ্ট করে বলেন যে, পাকিস্তান ‘আফগান তালিবান শাসনব্যবস্থার উপর আর বিশ্বাস করতে পারছে না’। এই গভীর অবিশ্বাসের কারণেই ইসলামাবাদ এখন আফগান পক্ষ থেকে সংঘর্ষ বিরতি চুক্তির বিষয়ে “লিখিত গ্যারান্টি দাবি করছে৷”
ইস্তানবুলের আলোচনা ভেস্তে যাওয়ার কারণ হিসাবে আসিফ জানিয়েছেন, কাবুলে কোনও ঐক্যবদ্ধ সরকার নেই৷ ওখানে ‘একটা ধর্মীয় গোষ্ঠী’ সরকার চালাচ্ছে বলে দাবি করেন আসিফ৷ আর তাছাড়া, ভারতের নাক গলানোও এই বৈঠক ভেস্তে যাওয়ার অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
October 29, 2025 11:31 AM IST
