গত শুক্রবার স্থানীয় সময় বিকেল ৬টা নাগাদই শেষ হয়ে গিয়েছে দু’দেশের সংঘর্ষ বিরতি৷ তারপরেও অবশ্য সেই সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়ানোর পক্ষে রায় দিয়েছে তারা৷ তবে, তালিবান সরকারের দাবি, এর মধ্যেই আফগানিস্তানের পাকতিতা প্রদেশের ৩ জায়গায় বিমানহানা চালিয়েছে পাকিস্তান৷ মারা গিয়েছেন ১০ আফগান নাগরিক৷
advertisement
তবে দু’দেশের মধ্যে সংঘর্ষ থামাতে দোহায় দু’পক্ষের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা৷ তার মধ্যেই পাক প্রতিরক্ষামন্ত্রীর এই বিষোদ্গার৷
অবশ্য, শুধুমাত্র আফগানিস্তানের বিরুদ্ধে বিষোদ্গার করেই থামেননি তিনি৷ আবারও পাক-আফগান সংঘর্ষের জন্য ভারতের দিকে আঙুল তুলেছেন তিনি৷
খ্বজা আসিফের দাবি, তালিবান সরকার ভারতের হয়ে ‘প্রক্সি’র কাজ করছে৷ নয়াদিল্লি এবং নিষিদ্ধ তেহেরিক-ই-তালিবান পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে ষড়যন্ত্র করে পাকিস্তানে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে৷
আরও পড়ুন: সপ্তাহের শেষে ‘হাওয়াবদল’! ফের বৃষ্টি… আবহাওয়া কেমন থাকবে কালীপুজো, ভাইফোঁটার দিনে?
আসিফ বলেন, ‘‘কাবুলের শাসকেরা এখন ভারতের কোলে বসে আছে এবং পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ একসময় আমরা ওদের নিরাপত্তা দিয়েছি৷ আমাদের মাটিতে লুকোনোর জায়গা দিয়েছি৷’’