TRENDING:

পাকিস্তানের নির্বাচনে ব্যাহত হয়েছে মতপ্রকাশের স্বাধীনতা, জানাল ইউরোপীয় পর্যবেক্ষক দল

Last Updated:

পাকিস্তানের নির্বাচনে ব্যাহত হয়েছে মতপ্রকাশের স্বাধীনতা, জানাল ইউরোপীয় পর্যবেক্ষক দল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: পাকিস্তানে সরকার গড়ার পথে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ । প্রায় ১১৮টি আসনে এগিয়ে রয়েছে তাঁরা । কিন্তু ইতিমধ্যেই নির্বাচনের গণনাপ্রক্রিয়া নিয়ে সমালোচনা করেছে পিপিপি ও পিএমল (এন) সহ বিরোধী দলগুলি । রিগিং ও নির্বাচন প্রভাবিত করার অভিযোগও এনেছে তাঁরা ।এরইমধ্যে তৈরি হল নতুন এক নতুন বিতর্ক।
advertisement

ইউরোপীয় ইউনিয়নে নির্বাচন পর্যবেক্ষণের একটি প্রতিনিধিদল জানিয়েছে পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ ২৫জুলাই-এর নির্বাচনের উপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলেছে ও নির্বাচনের প্রচারাভিযানও সঠিকভাবে হয়নি ।১২০ জন সদস্যেই ওই  দলটি প্রায় ৫৮২টি বুথে নথিভুক্তিকরণ, ভোটদান ও গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করে । পাঞ্জাব, সিন্ধ, ইসলামাবাদ ও খাইবার পাকথুনখওয়ার কয়েকটি নির্বাচন কেন্দ্রও ঘুরে দেখেন তাঁরা ।  তাঁরা জানিয়েছেন, নির্বাচনের সময় যথেচ্ছভাবে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতাকে লঙ্ঘন করা হয়েছে । ভোটদান প্রক্রিয়া স্বচ্ছভাবে হলেও গণনার সময় 'বেশ কিছু সমস্যা' ছিল । ওই প্রতিনিধিদলের মুখ্য পর্যবেক্ষক জানিয়েছেন মাইকেল গেহলার জানিয়েছেন এই নির্বাচনের মান বজায় রাখার জন্য নানাবিধ আইন প্রণয়ন করা হলেও সমগ্র নির্বাচন প্রক্রিয়ায় সমতার বেশ অভাব ছিল ।

advertisement

সেপ্টম্বর পর্যন্ত ইসলামাবাদে থাকবেন এই পর্যবেক্ষক দল । পাক-নির্বাচনের উপর একটি চুড়ান্ত রিপোর্ট পেশ করবে তাঁরা ও ভবিষ্যতের নির্বাচনগুলিকে আরও সঠিকভাবে পরিচালনা করা নিয়েও পরামর্শ দেবেন ।

আরও পড়ুন: সরকার গড়ার পথে ইমরান খান, ১১৮ আসনে এগিয়ে তেহরিক-ই-ইনসাফ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যাপক অব্যবস্থার অভিযোগ এনেছে । ভোটগণনা থেকে শুরু করে ফলাফল ঘোষণা কোনওটাই তাঁরা বিধিসম্মত ভাবে করেনি । তাঁরা আরও জানিয়েছেন এই বিষয়টি নিয়ে অবিলম্বে তদন্ত শুরু হওয়া দরকার ।

বাংলা খবর/ খবর/বিদেশ/
পাকিস্তানের নির্বাচনে ব্যাহত হয়েছে মতপ্রকাশের স্বাধীনতা, জানাল ইউরোপীয় পর্যবেক্ষক দল