TRENDING:

Thailands PM: বয়স মাত্র ৩৭ বছর, থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা

Last Updated:

Thailands PM: মাত্র ৩৭ বছর বয়সে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা। তিনিই থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। শুক্রবার সংসদে ভোটাভুটি হয়। সেখানেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পেতংতার্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
থাইল্যান্ড: মাত্র ৩৭ বছর বয়সে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা। তিনিই থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। শুক্রবার সংসদে ভোটাভুটি হয়। সেখানেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পেতংতার্ন।
থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা
থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা
advertisement

দু’দিন আগেই নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে সেথ্রা থাভিসিনকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয় থাইল্যান্ডের আদালত। ঘুষের দায়ে জেল খাটা আসামীকে মন্ত্রিপরিষদের সদস্য মনোনীত করেছিলেন তিনি। এরপরই সামনে আসে পেতংতার্নের নাম।

উল্লেখ্য, গত কয়েক দশক ধরে থাইল্যান্ডের রাজনীতিতে রাজত্ব করছে সিনাওয়াত্রা পরিবার। পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। কাকা ইংলাক সিনাওয়াত্রাও সে দেশের রাজনীতিতে পরিচিত নাম।

advertisement

আরও পড়ুন-     মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

পেতংতার্ন সিনাওয়াত্রা ফেউ থাই পার্টির নেতা। তবে নির্বাচিত সাংসদ নন। সেথ্রা থাভিসিনকে ক্ষমতাচ্যুত করার পর ফেউ থাই পার্টির তরফে প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে তাঁর নাম অনুমোদন করা হয়। শুক্রবার সংসদে শুরু হয় ভোটাভুটি। তাতেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছেন পেতংতার্ন।

advertisement

পেতংতার্নের পিতা থাকসিন থাইল্যান্ডের অন্যতম ধনকুবের। তিনিই প্রথম রাজনীতিবিদ যিনি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব সামলান তিনি। ২০০৫ সালে সামরিক অভুত্থানের পর তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। পেতংতার্নের জয়ের পিছনে থাকসিনের জনপ্রিয়তা এবং প্রভাব রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন-    ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

advertisement

তবে বাবার ছায়া থেকে বেরিয়ে থাইল্যান্ডের রাজনীতিতে নিজের পরিচয় তৈরি করতে চান পেতংতার্ন। তিনি বলেছেন, “আমি চিরকাল থাকসিনের মেয়েই থাকব। কিন্তু তাঁর ছায়ায় নয়। আমার নিজস্ব সিদ্ধান্ত রয়েছে।’’ তবে থাকসিনের ছায়া থেকে বেরিয়ে আসার কাজটা মোটেই সহজ হবে না পেতংতার্নের। এ কথা নিজের মুখেই স্বীকার করেছেন তিনি। পেতংতার্ন বলেছেন, “আজও থাকসিনের বিপুল রাজনৈতিক জনপ্রিয়তা রয়েছে। সেখান থেকে বেরিয়ে আসাটা সহজ নয়।’’

advertisement

এই মুহূর্তে রাজনৈতিক ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে থাইল্যান্ড। গত সপ্তাহেই প্রোগ্রেসিভ মুভ ফরোয়ার্ড পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে আদালত। তারপর সাত দিনের মধ্যে প্রধানমন্ত্রীকে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাচ্যুত করা হয়। আদালতের পরপর দুটি রায়ে রীতিমতো কাঁপন ধরে গিয়েছে থাইল্যান্ডের রাজনীতিতে। পেতংতার্ন এই পরিস্থিতি থেকে দেশকে কীভাবে বের করে আনেন, এখন সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Thailands PM: বয়স মাত্র ৩৭ বছর, থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল