TRENDING:

Afghanistan Earthquake: মৃতের সংখ‍্যা ছাড়াল ৬০০, আহত ১৫০০! আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত‍্যু মিছিল

Last Updated:

Afghanistan Earthquake: এখনও পর্যন্ত মৃতের সংখ‍্যা ছাড়িয়েছে প্রায় ৬২২, আহত প্রায় ১৫০০ জনেরও বেশি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাবুল: আফগানিস্তানের ভূমিকম্পে বেড়েই চলেছে মৃতের সংখ‍্যা। এখনও পর্যন্ত মৃতের সংখ‍্যা ছাড়িয়েছে প্রায় ৬২২, আহত প্রায় ১৫০০ জনেরও বেশি। দক্ষিণ পূর্ব আফগানিস্তানে ভয়াবহে ভূমিকম্পের হতাহতের এই পরিসংখ‍্যান জানা গিয়েছে আফগানিস্তানের সংবাদমাধ‍্যম সূত্রে। চলছে উদ্ধারকার্য।
মুহূর্তে মৃত্যুমিছিল! আফগানিস্তানে শুধুই মানুষের দেহ! ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ‍্যা ছাড়াল ৬০০, আহত ১৫০০!  Image Credit- REUTERS/Stringer
মুহূর্তে মৃত্যুমিছিল! আফগানিস্তানে শুধুই মানুষের দেহ! ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ‍্যা ছাড়াল ৬০০, আহত ১৫০০! Image Credit- REUTERS/Stringer
advertisement

আফগানিস্তানের সংবাদমাধ‍্যমকে সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাটিন কোয়ানি জানান, ‘‘কুনার প্রদেশে ৬১০ জন নিহত এবং ১,৩০০ জন আহত হয়েছে, এবং অসংখ্য বাড়ি ধ্বংস হয়েছে।’’ নগারহার এলাকায় ১২ জন নিহত এবং আরও ২৫৫ জন আহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: টয়লেটে ১ চামচ ফেলে দিন মাত্র ২ টাকার এই জিনিস! নোংরা দাগ, দুর্গন্ধ গায়েব, মিনিটে ঝকঝক করবে বাথরুম

advertisement

সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কুনার প্রদেশে তিনটি গ্রাম ধ্বংস হয়ে গিয়েছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ‍্যে রয়েছে নুরগাল, চকাই এবং ওয়াতাপুর এবং বাখতার। শক্তিশালী কম্পনের কারণে ধ্বংস এবং ধ্বংসাবশেষের নিচে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য উদ্ধার অভিযান এখনও চলছে। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান এক বিবৃতিতে জানান, ‘‘ক্ষয়ক্ষতি এবং আহতের সংখ্যা বেশি, কিন্তু যেহেতু এলাকা অ্যাক্সেস করা কঠিন, আমাদের দলগুলি এখনও সাইটে রয়েছে।’’

advertisement

আরও পড়ুন: প্রেশার কুকারে ঘি! সময় লাগবে ঠিক ১০ মিনিট…নাড়ানাড়ির ঝামেলা নেই, চটজলদি বানিয়ে ফেলুন ১০০% খাঁটি, দেশী ঘি, শিখে নিন সহজ রেসিপি

প্রসঙ্গত, রবিবার মধ্যরাতে পরপর ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের জালালাবাদ। প্রথম ভূমিকম্প হয় রাত সাড়ে ১২টা নাগাদ। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬। এরপর আরও চারটি আপনার শক। শেষ ভূমিকম্প সকাল পাঁচটা নাগাদ। রিক্টর স্কেলে তীব্রতা ছিল ৫.২। আফগানিস্তানের জালালাবাদ শহরের কাছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। পাকিস্তানের পেশোয়ার থেকে ১০০ কিলোমিটার দূরে। এটি ১০ কিলোমিটার মাটির নীচে ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে অনুমান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, কম্পনের মাত্রা ছিল ৬। এর পর ভূমিকম্প পরবর্তী কম্পনে বেশ কয়েক বার কেঁপে ওঠে আফগানিস্তান। তার মধ্যে অন্তত দু’টি কম্পনের মাত্রা ছিল ৫। এর ফলে পাকিস্তানের বেশ কিছু এলাকা, ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Afghanistan Earthquake: মৃতের সংখ‍্যা ছাড়াল ৬০০, আহত ১৫০০! আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত‍্যু মিছিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল