সোমালিয়ার প্রশাসন সূত্রে খবর, সংক্রমণের শিকার ব্যক্তিরা সকলেই মৎস্যজীবী। তাঁরা সমুদ্রে মাছ ধরতে গিয়ে এই সংক্রমণ নিয়ে ফিরেছেন। আপাতত তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রাখছেন তাঁদের।
সোমালিয়ার চিকিৎসা ও স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর ওসমানে গুইয়ে বলছেন, তাঁদের চামড়ায় ঠিক কী রোগ ছড়িয়ে পড়েছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। রোগের ধরন দেখে অনেকটা ডারমাটিটিস-এর মতো মনে হচ্ছে।
advertisement
১৭ নভেম্বর সোমালিয়ার স্বাস্থ্যমন্ত্রকের সার্কুলারে এই রোগটি সস্পর্কে বিস্তৃত ভাবে জানায়। সেখানে বলা হয়েছে আক্রান্তদের. জ্বর আসছে, মাথা ও সারা গায়ে ব্যথা থাকছে। পুরষাঙ্গে ক্ষতও দেখা যাচ্ছে। সঙ্গে জুড়ছে চর্মরোগে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 22, 2020 8:47 PM IST
