TRENDING:

মরা মাছের শরীরের মধ্যে নড়ছে জ্যান্ত কচ্ছপ, পেট কেটে চোখ কপালে বিজ্ঞানীদের

Last Updated:

বিজ্ঞানীদের দাবি- একটা মরা মাছের পেটের ভিতর থেকে জ্যান্ত কচ্ছপ বেরোনোটা মোটেই স্বাভাবিক কোনও ঘটনা নয়! ফলে, কী ভাবে তা সম্ভব, এই নিয়ে আপাতত তাঁদের পরীক্ষা-নিরীক্ষা জারি রয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফ্লোরিডা: মাছের পেট কেটে এমন অনেক জিনিসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন পরিবেশ নিয়ে কাজ করে চলা বিজ্ঞানীরা, যা আদতে থাকার কথা নয়। এই প্রসঙ্গে প্লাস্টিকের তৈরি নানা পদার্থের কথা সবার আগে উঠে আসে। যার ফলে বাস্তুতন্ত্রের সংরক্ষণ নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। জানা যাচ্ছে, প্লাস্টিক দূষণের ফলে পৃথিবীর অনেক প্রাণীকুল দাঁড়িয়ে রয়েছে অবলুপ্তির খাতে। কিন্তু ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের বিজ্ঞানীরা সম্প্রতি যা দেখতে পেলেন, তাতেও তাঁদের বিস্ময়ের সীমা রইল না!
advertisement

ঘটনাটি নিজেদের Facebook পেজে ভিডিও মারফত শেয়ার করেছেন তারা। সেই ভিডিওর শুরুটা হয়েছে বেশ কাব্যিক ভাবে। দেখা যাচ্ছে ফ্লোরিডা এভারগ্লেডসের ঘাসে ঢাকা জলভূমির উপর দিয়ে সূর্যোদয় হচ্ছে। জলে নিজেদের এয়ারবোট ভাসিয়ে দিয়েছেন একদল বিজ্ঞানী। জানা যাচ্ছে যে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁরা লার্জমাউথ ব্যাশ নামের এক ধরনের মাছ ধরতে বেরিয়েছেন।

ভিডিওটির পরের অংশ আমাদের নিয়ে যায় ল্যাবরেটরিতে। দেখা যায় যে টেবিলের উপরে বেশ কিছু মাছ গাদা করে রাখা হয়েছে। বিজ্ঞানীরা খুঁটিয়ে দেখছেন সেগুলো, কোন মাছের লিঙ্গ কী তা টুকে রাখছেন খাতায়। এমন সময়ে এক বিজ্ঞানীর নজরে আসে যে একটি মাছের পেটের ভিতরে কী একটা নড়া-চড়া করছে! এর পর সেই মাছের পেট কাটার পরে অবাক হয়ে যান তাঁরা!

advertisement

কেন না, সেই মাছটির পেটের ভিতরে তাঁরা দেখতে পান একটা জ্যান্ত কচ্ছপ। সে বহাল তবিয়তেই রয়েছে! ভিডিওটির শেষ অংশটিও বেশ কাব্যিক, সেখানে দেখা যায় যে বিজ্ঞানীরা কচ্ছপটিকে সূর্যাস্তের কাছাকাছি এক সময়ে জলে ছেড়ে দিয়েছেন। সে দেখতে দেখতে মিলিয়ে যাচ্ছে গভীর জলে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের বিজ্ঞানীদের দাবি- একটা মরা মাছের পেটের ভিতর থেকে জ্যান্ত কচ্ছপ বেরোনোটা মোটেই স্বাভাবিক কোনও ঘটনা নয়! ফলে, কী ভাবে তা সম্ভব, এই নিয়ে আপাতত তাঁদের পরীক্ষা-নিরীক্ষা জারি রয়েছে। যদিও এই সম্পর্কে আপাতত স্রেফ একটা অনুমান দিয়ে কাজ চালাচ্ছেন তাঁরা। বলছেন- হতে পারে কচ্ছপটাকে গিলে ফেলার কিছুক্ষণের মধ্যেই মাছটা জালে ধরা পড়েছিল; সে কারণে হয় তো কচ্ছপটাকে মাছটা আর হজম করে ফেলতে পারেনি!

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
মরা মাছের শরীরের মধ্যে নড়ছে জ্যান্ত কচ্ছপ, পেট কেটে চোখ কপালে বিজ্ঞানীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল