TRENDING:

হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তকে দু’বার জামিন পাইয়ে দেন জামাত নেতা, দাবি বিএনপি নেত্রীর! বাংলাদেশে সঙ্কটের আবহে বিস্ফোরক অভিযোগ!  

Last Updated:

বাংলাদেশে সঙ্কটের আবহে বিস্ফোরক অভিযোগ! হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তকে দু’বার জামিন পাইয়ে দেন জামাত নেতা, দাবি বিএনপি নেত্রীর।

advertisement
বাংলাদেশের প্রভাবশালী সমাজকর্মী ও রাজনৈতিক কর্মী ওসমান হাদির হত্যাকাণ্ড ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রবীণ নেত্রী Bangladesh National Party-র নেত্রী নিলোফার চৌধুরী মনি অভিযোগ করেছেন, হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিকে খুনের কয়েক মাস আগেই দু’বার জামিন পাইয়ে দেন জামাত-ই-ইসলামির এক শীর্ষ নেতা ও বিশিষ্ট আইনজীবী শিশির মনির।
বাংলাদেশে সঙ্কটের আবহে বিস্ফোরক অভিযোগ! হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তকে দু’বার জামিন পাইয়ে দেন জামাত নেতা, দাবি বিএনপি নেত্রীর
বাংলাদেশে সঙ্কটের আবহে বিস্ফোরক অভিযোগ! হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তকে দু’বার জামিন পাইয়ে দেন জামাত নেতা, দাবি বিএনপি নেত্রীর
advertisement

বাংলাদেশের একটি টেলিভিশন সংবাদ চ্যানেলের প্যানেল আলোচনায় অংশ নিয়ে এই অভিযোগ তোলেন নিলোফার চৌধুরী মনি। তাঁর দাবি, অভিযুক্তের অতীত ও রাজনৈতিক যোগাযোগ খতিয়ে দেখলে একাধিক প্রশ্ন উঠে আসে।

‘ওরা তাকে ছিঁড়ে খায়…’! বাংলাদেশে দীপু দাসকে হত্যার আগে শেষ মুহূর্তের ভয়াবহ ভিডিও প্রকাশ্যে!

নিলোফার চৌধুরী মনি বলেন, “যে ব্যক্তি হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করেছিল, তার পেছনের ইতিহাস দেখা দরকার। কে তাকে দু’বার জামিন করিয়েছে? শিশির মনিরই দু’বার জামিন করিয়েছে। আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এই কথা বলছি।”

advertisement

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ঢাকায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হন ওসমান হাদি। তিনি ভারত ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ের তথাকথিত গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ মুখ হিসেবেও তাঁকে দেখা হত।

হাদি হত্যার পর তাঁর পরিবারের সদস্যরা এবং বাংলাদেশে জামাত-ই-ইসলামির সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন ও ন্যাশনাল সিটিজ়েন্স পার্টি (এনসিপি) ভারতের দিকে অভিযোগের আঙুল তোলে। তবে বাংলাদেশ পুলিশের দাবি, এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ মেলেনি যে অভিযুক্ত ভারতে পালিয়েছে বা এই ঘটনায় নয়াদিল্লির কোনও ভূমিকা রয়েছে।

advertisement

রবিবার সন্ধ্যায় এক যৌথ সাংবাদিক বৈঠকে বাংলাদেশের স্পেশাল ব্রাঞ্চ প্রধান খান্দাকার রফিকুল ইসলাম এবং ডিটেকটিভ ব্রাঞ্চ প্রধান শফিকুল ইসলাম জানান, “অভিযুক্তের শেষ অবস্থান সম্পর্কে আমাদের কাছে নির্দিষ্ট কোনও তথ্য নেই। সে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছে কি না, সেই সম্পর্কেও কোনও নিশ্চিত তথ্য আমাদের হাতে নেই।”

নিলোফার চৌধুরী মনি আরও অভিযোগ করেন, অভিযুক্তের গ্রেফতার ও মুক্তি নিয়ে গুরুতর অসঙ্গতি রয়েছে। তিনি বলেন, “১৭ লক্ষ টাকা সহ কে ধরা পড়েছিল? এক মাসের মধ্যে দু’বার এটা কী ভাবে হল? আমরা দেখি অভিযুক্তরা ধরা পড়ে, কিন্তু কখনও তাদের ছাড়া পেতে দেখি না। এই ক্ষেত্রে দু’বার জামিন হয়েছে, আর দু’বারই জামাতের আইনজীবীরা ছিল।”

advertisement

তিনি আরও দাবি করেন, অভিযুক্তের একাধিক রাজনৈতিক সংগঠনের সঙ্গে যোগাযোগ ছিল। “এই ছেলেটি বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গেও যুক্ত ছিল, আবার জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের বৃত্তেও ছিল,” বলে অভিযোগ করেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
আনারকলি থেকে ইলিশ বিখ্যাত সব বিরিয়ানি এখন মালদহে, র‌ইল ঠিকানা!
আরও দেখুন

সব শেষে নিলোফার চৌধুরী মনি বলেন, “আমি বেশি কিছু বললে হয়তো নিরাপদে বাড়ি ফিরতে পারব না। এই পরিস্থিতির জন্য আমরা শেখ হাসিনাকে সরাইনি।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তকে দু’বার জামিন পাইয়ে দেন জামাত নেতা, দাবি বিএনপি নেত্রীর! বাংলাদেশে সঙ্কটের আবহে বিস্ফোরক অভিযোগ!  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল