প্লাস্টিকের ব্যাপারে মুশকিল আসান করতে এবার শীঘ্রই বাজারে আসতে চলেছে ‘ওহো’ ৷ যা কিনা প্লাসটিকের বোতেল জল খাওয়াকে একেবারেই ইতি দিতে চলেছে ৷
লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করে ফেলেছেন এমন এক জিনিস, যা কিনা মাত দিতে পারে প্লাসটিকের বোতলকে ৷ যার নাম ‘ওহো’ ৷ জলের বড় মাপের বিন্দু মতো দেখতে এই ওহো মুখে পুড়ে ফেললেই জল তেষ্টা গায়েব ৷ এই ওহো নিয়ে যাত্রা করতেও সুবিধা ৷ আর এর ফলে শরীর খারাপের সম্ভাবনাও কম ৷
advertisement
তা কী দিয়ে তৈরি এই ওহো ? ওহো-তে রয়েছে সোডিয়াম অ্যালগিনেট দিয়ে তৈরি দু’টি পাতলা পর্দা। সামুদ্রিক ব্রাউন অ্যালগি আর ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি হয় এই সোডিয়াম অ্যালগিনেট। এই পাতলা পর্দার মধ্যেই থাকে তরল জল। যা কিনা একেবারেই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয় ৷ তবে এই ওহো, বাজারে আসতে আরও কিছুটা সময় লাগবে ৷ শেষ মুহূর্তের পরীক্ষা-নীরিক্ষা নিয়ে ব্যস্ত আছেন ওহো-র গবেষকরা !