TRENDING:

সারভাইভাল অফ দ্য ফিটেস্ট নয়, পছন্দের শুক্রাণু বেছে নেয় ডিম্বাণুই! বলছেন বিশেষজ্ঞরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পেনসিলভ্যানিয়া: শুক্রাণু-ডিম্বাণুর মিলনে কোনও সক্রিয় ভূমিকাই নেই ডিম্বাণুর৷ ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর মিলন পুরোটাই সারভাইভাল অফ দ্য ফিটেস্ট৷ লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে সবচেয়ে শক্তিশালী শুক্রাণুই সুযোগ পায় ডিম্বাণুর সঙ্গে মিলনের৷ জেনেটিকসের এই জনপ্রিয় থিওরির উল্টো কথা বলছেন সোয়ার্থমোর কলেজের বায়োলজিস্ট স্কট গিলবার্ট৷ তাঁর মতে, ডিম্বাণুই বেছে নেয় পছন্দের শুক্রাণুকে৷
advertisement

বিজ্ঞানী স্কট গিলবার্ট জানাচ্ছেন, ডিম্বাণু শুক্রাণুর মধ্যে চলে কথপোকথন৷ তারপর ডিম্বাণু বেছে নেয় নিজের পছন্দের শুক্রাণু৷ তাই এই প্রক্রিয়া কোনও ভাবেই সারভাইভাল অফ দ্য ফিটেস্ট নয়৷ বরং পুরোটাই ফেয়ার গেম প্লে৷ গবেষক গিলবার্টের এই থিওরি সমর্থন করেছেন আরেক গবেষক ড. জোসেফ এইচ নাদিউ৷

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

প্রবাদপ্রতীম বিজ্ঞানী মেন্ডেলের থিওরির বিপক্ষে গিয়ে জোসেফ বলেন, কোন শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে তা নির্ভর করে ফোলিক অ্যাসিডের ওপর৷ প্রতিটা শুক্রাণুর ক্ষেত্রে এই ফোলিক অ্যাসিডের মেটাবলিজম আলাদা হয়৷ যেখান থেকেই বোঝা যায় ডিম্বাণু কোন শুক্রাণুকে বেছে নেবে৷ এমনটা হতেই পারে ডিম্বাণু সম্পূর্ণ পরিণত হওয়ার আগেই শুক্রাণু ডিম্বাণুর কাছাকাছি পৌঁছে যাচ্ছে৷ ডিম্বাণু অনেক ক্ষেত্রেই কোষ বিভাজন প্রভাবিত করে যার ফলে জিনের সঙ্গে মানানসই শুক্রাণু বেছে নিতে পারে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
সারভাইভাল অফ দ্য ফিটেস্ট নয়, পছন্দের শুক্রাণু বেছে নেয় ডিম্বাণুই! বলছেন বিশেষজ্ঞরা