আরও পড়ুন: আকাশ পথে বোমাতঙ্ক, মুম্বই থেকে জার্মানি যেতে পথ বদল বিমানের, তুরস্কে জরুরি অবতরণ
এরপরেই স্থান পেয়েছে প্যারিস, প্রেমিক-প্রেমিকাদের পছন্দ হিসাবে ৩৩% ভোট পেয়েছে এই শহর। কিন্তু, প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে এরপরেই স্থান পেয়েছে ইতালির শহর (২৯%) এবং সানটোরিনি(১১%)। সংবাদসংস্থা নিউইয়র্ক পোস্ট অনুযায়ী এরপরের ছোট্ট ছোট্ট দেশগুলোতেও প্রেমিক-প্রেমিকারা নিয়ে যেতে চান। ক্যানকান (১৯%), কোস্টারিকা (১৩%) এবং ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ (১২%)।
advertisement
আরও পড়ুন:এবার হামাসের টার্গেট নিউ ইয়র্ক? বিরাট হামলার ছক ফাঁস, গ্রেফতার এক পাকিস্তানি
মূলত এই সমীক্ষায় ৬৯% মানুষ নিরিবিলি এলাকায় যেতে চেয়েছেন। বড় কোনও শহরের থেকে ফাঁকা নিরিবিলি শহরই তাঁদের প্রথম পছন্দের। আবার বেলাভূমিতে হাঁটতে ভালবাসেন ৫৫% জন। অন্যদিকে ৫৪% জন একসঙ্গে সূর্যাস্ত দেখতে ভালবাসেন। আবার ৫৩% আবার ভালবাসেন হাতে হাত ধরে হাঁটতে ভালবাসেন।
এই প্রসঙ্গে একটি বহুজাতিক সংস্থার মার্কেটিং এর আধিকারিক বলেন, “এই ছুটে চলা জীবন থেকে একটু ভালবাসা খুঁজে পেতেই স্ট্রেস ছাড়া অবকাশের জন্যই কাছের মানুষকে বোঝার জন্য প্রয়োজন হয়।”