করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেজন্য হাঙ্গেরি এবং আমেরিকার দুই বিশেষজ্ঞকে স্বীকৃতি দিল নোবেল কমিটি। এবার তাঁরা চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন। শুধু তাই নয়, তাঁরা যে গবেষণা করেছেন, সেটা কাজে লাগিয়ে ক্যানসার, হৃদরোগের মতো চিকিৎসার উপায় বের করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: মন্নতে বিয়ের আসর বসানোর সরাসরি আবদার, ফ্যানকে পাল্টা কী বললেন শাহরুখ? চমকে যাবেন
advertisement
জানা গিয়েছে, করোনার mRNA পদ্ধতিতে টিকা আবিষ্কারের এই দুই মার্কিন চিকিৎসা বিজ্ঞানীর বড় অবদান ছিল। কোভিড-১৯ এর বিরুদ্ধে এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে আবিষ্কারে এই পুরস্কার পেলেন তাঁরা। হাঙ্গেরিতে জন্মানো মার্কিন মহিলা বিজ্ঞানী কাতালিন কারিকো বায়োকেমিস্ট্রিতে বড় অবদানের জন্য এর আগে বিশ্বের বহু বড় পুরস্কার জিতেছিলেন। ড্রু ওয়েইসম্যান হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৪ বছর বয়সী বিখ্যাত চিকিৎসক-বিজ্ঞানী। তাঁরা RNA নিয়ে যে তত্ত্ব দিয়েছিলেন তা মর্ডানা ও বায়োএনটেকের করোনা টিকায় তৈরিতে বড় ভূমিকা নেয়। প্রসঙ্গত, ২০২২ সালে মানব জিন নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান সান্তে প্যাবো।
আরও পড়ুন: প্রভাসকে চড়! ছবি তুলেই ‘বাহুবলীর’ গালে সপাটে আঘাত, দেখুন ভাইরাল ভিডিও
সোমবার নোবেল কমিটির তরফে জানানো হয়, ২০২৩ সালে চিকিৎসাশাস্ত্রের পুরস্কার তুলে দেওয়া হচ্ছে দুই মার্কিন বিজ্ঞানীর হাতে। নোবেল পুরস্কার জয়ী কাতালিন কারিকোর জন্ম হাঙ্গেরিতে। সেখানে পড়াশোনা শেষ করে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে গবেষণা শুরু করেন ড্রিউ ওয়েইসম্যান। ২০২০ সালের বিশ্বজুড়ে করোনা অতিমারীর সময়ে তাঁদের যৌথ গবেষণার হাত ধরেই মেলে করোনার ভ্যাকসিন। মডার্না ও ফাইজার ভ্যাকসিন তৈরি হয় তাঁদের গবেষণার ভিত্তিতেই।