Prabhas Fan Slaps: প্রভাসকে চড়! ছবি তুলেই 'বাহুবলীর' গালে সপাটে আঘাত, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Prabhas Fan Slaps: এক অনুরাগীর সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে প্রভাসকে। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রভাস
প্রভাস
মুম্বই: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ভয়ঙ্কর ভিডিও। প্রভাসকে চড় মারলেন এক মহিলা ফ্যান। ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালে, তবে নতুন করে সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। প্রিয় অভিনেতার সঙ্গে ছবি তুলেই আচমকা ‘বাহুবলী’-র গালে চড় মারেন ওই তরুণী।
আচমকা এমন ঘটনার অভিঘাতে হকচকিয়ে যান নায়ক। ভিডিওটিতে দেখা গিয়েছে, বিমানবন্দরে এক মহিলা অনুরাগী প্রভাসের সঙ্গে ছবি তোলেন। তিনি এতটাই উত্তেজিত ছিলেন, যে আনন্দে লাফাতে দেখা গিয়েছে তাঁকে। তার পর হঠাৎই প্রভাসের গালে চড় মারে। তাৎক্ষনিক ঘটনায় হতবাক হয়ে যান প্রভাস।
advertisement
advertisement
আরও পড়ুন: মন্নতে বিয়ের আসর বসানোর সরাসরি আবদার, ফ্যানকে পাল্টা কী বললেন শাহরুখ? চমকে যাবেন
তবে সামলে নিয়ে তখনই আরও এক অনুরাগীর সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁকে। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু প্রভাস এই ঘটনার পর কোনও প্রতিবাদ করেননি। ওই মহিলা ভক্ত সামনেই দাঁড়িয়ে থাকলেও কিছুই বললেনি নায়ক।
advertisement
আরও পড়ুন: সকালে খালি পেটে রাতভর ভেজানো খেজুর খান, মুক্তি মিলবে বহু রোগ থেকে!
অনুরাগীদের ভালবাসার অত্যাচার সহ্য করতে হয় সেলিব্রিটিদের। কখনও সেলফি তোলার জন্য প্রায় গায়ের উপর উঠে পড়েন কেউ। কখনও বা হাত মেলানোর জন্য হুড়োহুড়ি হয়। কিন্তু এ ভাবে চড় খেতে হবে, তা বোধহয় আগে কখনও ভাবেননি প্রভাস। ভক্তদের এমন ‘অসভ্যতা’ নিয়ে অনেক সময়ই তারকারা সোচ্চার হন। তবে প্রভাস সে পথে হাঁটেননি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Prabhas Fan Slaps: প্রভাসকে চড়! ছবি তুলেই 'বাহুবলীর' গালে সপাটে আঘাত, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement