কেমন আছেন ৪৮ বছর বয়সি নীরব মোদি? লন্ডনে তিনি ৮ মিলিয়ন পাউন্ডের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন৷ দামি বিলাসবহুল গাড়ির সারি সেই অ্যাপার্টমেন্টের নীচে৷ হ্যান্ডেল-বার গোঁফ ও খোঁচা দাড়িতে ভর্তি গাল৷ কালো ওস্টরিচ হাইড জ্যাকেট পরনে৷ বাজারে যার দাম ভারতীয় মুদ্রায় ৮ লক্ষ টাকা৷ টেলিগ্রাফের সাংবাদিক তাঁকে একাধিক প্রশ্ন করেন৷ কিন্তু তাঁর একটাই উত্তর, সরি নো কমেন্টস৷
advertisement
ওই সংবাদপত্র তদন্তে জানতে পেরেছে, সোহোতে নতুন হিরে ব্যবসা শুরু করেছেন নীরব মোদি৷ সেন্ট্রাল লন্ডনে লাক্সারি অ্যাপার্টমেন্ট কিনেছেন৷ প্রতিদিন নিজের পোষা কুকুরকে সঙ্গে নিয়ে হেঁটে অফিস থেকে ফেরেন৷ গত বছর নতুন ব্যবসাটি শুরু করেছেন নীরব৷ একটি সূত্র মারফত লন্ডনের ওই সংবাদপত্র জানতে পেরেছে, ব্রিটেনের ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনের ন্যাশনাল ইনসিওরেন্স নম্বর করিয়েছেন৷ এর ফলে ব্রিটেনের ব্যাঙ্কে অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন৷ পশ্চিম লন্ডনের একটি ওয়েল্থ ম্যানেজমেন্ট ফার্মের সঙ্গে যোগাযোগ করেছেন নীরব মোদি৷ এই ফার্মটি ধনী বিদেশিদের বিনিয়োগের পরামর্শ দেয়৷
নীরব মোদির বিরুদ্ধে ইন্টার পোল রেড কর্নার নোটিশ জারি করেছে আগেই৷
আরও ভিডিও: নীরব মোদির আলিবাগের বাংলো ডিনামাইটে ভাঙা হচ্ছে...