TRENDING:

Nirav Modi Brother Arrested: আমেরিকায় গ্রেফতার নীরব মোদির ভাই নেহাল! ভারতের অনুরোধেই জালে পিএনবি প্রতারণা কাণ্ডের আর এক মাথা

Last Updated:

পিএনবি প্রতারণা মামলায় সবমিলিয়ে ১৩,৫০০ কোটি টাকা সরানো হয়েছে বলে অভিযোগ৷ এর মধ্যে নীরব মোদির বিরুদ্ধে ৬৪৯৮.২০ কোটি টাকা বিদেশে সরিয়ে ফেলার অভিযোগ রয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমেরিকায় গ্রেফতার হলেন পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির ভাই নেহাল দীপক মোদি৷ ব্যাঙ্ক প্রতারণা মামলায় দাদা নীরব মোদির মতোই অভিযুক্ত ছিলেন নেহাল মোদিও৷ ভারতের প্রত্যর্পণের অনুরোধেই আমেরিকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর৷
গ্রেফতার নীরব মোদির ভাই নেহাল মোদি৷ ছবি- গেটি
গ্রেফতার নীরব মোদির ভাই নেহাল মোদি৷ ছবি- গেটি
advertisement

বেলজিয়ামের নাগরিক নেহালের বিরুদ্ধে সিবিআই-এর অনুরোধে রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল৷ তারই ভিত্তিতে ৪ জুলাই তাঁকে আমেরিকায়ট গ্রেফতার করা হয়৷ তাঁর বিরুদ্ধে জারি হওয়া রেড কর্নার নোটিসকে চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে গিয়েছিলেন নেহাল৷ কিন্তু শেষ পর্যন্ত সেই নোটিস প্রত্যাহার করা হয়নি৷ দীর্ঘ আইনি এবং কূটনৈতিক টানাপোড়েনের পর শেষ পর্যন্ত নেহালকে গ্রেফতার করা হয়৷

advertisement

২০১৮ সালে প্রকাশ্যে আসা কয়েক হাজার কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণা মামলায় মূল অভিযুক্ত ছিলেন নেহালের দাদা নীরব মোদি৷ সিবিআই-এর অভিযোগ, ওই প্রতারণা মামলায় প্রমাণ লোপাট, সাক্ষীদের হুমকির পাশাপাশি তদন্তে বাধা সৃষ্টি করার চেষ্টা করেন নেহাল৷

পাশাপাশি এই প্রতারণার মাধ্যমে হাতে আসা হাজার হাজার কোটির কালো টাকা তছরূপের অভিযোগও রয়েছে নেহালের বিরুদ্ধে৷ তদন্তে জানা গিয়েছে, বিপুল পরিমাণ এই অর্থ ভুয়ো সংস্থার নামে এবং বিদেশে লেনদেনের মাধ্যমে সরিয়ে ফেলে নেহাল৷

advertisement

নেহালকে ভারতে প্রত্যর্পণ করা হবে কি না, আমেরিকার আদালতে সেই মামলার শুনানি হবে আগামী ১৭ জুলাই৷ তার আগে চাইলে জামিনের আবেদন করতে পারেন নীরব মোদির ভাই৷ কিন্তু মার্কিন সরকারের আইনজীবী স্পষ্ট করে দিয়েছেন, তাঁরা নেহালের জামিনের আবেদনের বিরোধিতাই করবেন৷

পিএনবি প্রতারণা মামলায় সবমিলিয়ে ১৩,৫০০ কোটি টাকা সরানো হয়েছে বলে অভিযোগ৷ এর মধ্যে নীরব মোদির বিরুদ্ধে ৬৪৯৮.২০ কোটি টাকা বিদেশে সরিয়ে ফেলার অভিযোগ রয়েছে৷ আর এক প্রধান অভিযুক্ত মেহুল চোকসি ৭০৮০.৮৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

২০১৮ সালের জানুয়ারি মাসে নীরব মোদি এবং মেহুল চোকসি দেশ ছেড়ে পালান৷ এর কিছুদিনের মধ্যেই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ প্রতারণার অভিযোগ দায়ের করেন৷ ২০১৯ সালে যুক্তরাজ্যে গ্রেফতার করা হয় নীরব মোদিকে৷ এখনও লন্ডনে জেলবন্দি থেকেই ভারতের প্রত্যর্পণ আটকাতে মামলা লড়ছেন তিনি৷ অন্যদিকে অ্যান্টিগায় আশ্রয় নেওয়া মেহুল চোকসিও প্রত্যর্পণ আটকাতে আইনি লড়াই লড়ছেন৷ অ্যান্টিগায় তাঁর নাগরিকত্ব থাকবে কি না, তা নিয়েও আলাদা মামলা চলছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Nirav Modi Brother Arrested: আমেরিকায় গ্রেফতার নীরব মোদির ভাই নেহাল! ভারতের অনুরোধেই জালে পিএনবি প্রতারণা কাণ্ডের আর এক মাথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল