TRENDING:

মঙ্গল গ্রহে যাবেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট? ইলন মাস্কের মন্তব্যে তোলপাড় বিশ্ব! কী হতে চলেছে?

Last Updated:

ভোটের আবহে এই দক্ষিণ আমেরিকার দেশ আবারও সরগরম। এরমধ্যেই নিজের এক্স (সাবেক টুইটারে) হ্যান্ডলে ম্যাডুরোকে "স্বৈরাচারী" বলেও কটাক্ষ করেছেন তিনি।ওই পোস্টে কার্যত ব্যঙ্গের সুরে নিকোলাস কে বিঁধে লেখেন, "যদি ম্যাডুরো জিতে যান তাহলে আমি ভেনেজুয়েলায় তাঁকে স্বৈরাচারী হিসাবে ছেড়ে দেব। আর যদি আমি জিতে যাই তাহলে তাঁকে আমি বিনামূল্যে মঙ্গলগ্রহে ঘুরিয়ে আনব।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্যারাকাস: ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বিনামূল্যে মঙ্গল গ্রহে পাঠানোর প্রস্তাব দিলেন টেসলা কোম্পানির মালিক ইলন মাস্ক। টেলিভিশন শো-তে একটি বিতর্কসভায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস ম্যাডুরো। তা সাদরে গ্রহণ করছেন বলে জানিয়েছেন ইলন মাস্ক। এরপরেই সরগরম হয়ে পড়ে এক্স (সাবেক টুইটার) থেকে সোশ্যাল মিডিয়া।
ভোটের আবহে সরগরম ভেনেজুয়েলা
ভোটের আবহে সরগরম ভেনেজুয়েলা
advertisement

ভেনেজুয়েলার নির্বাচনে প্রায় ৫১% ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন নিকোলাস। এরমাঝেই প্রেসিডেন্টের এই আহ্বানে সাড়া দিয়েছেন ইলন।

ইলন সাড়া দেওয়ার পরেই সুর চড়িয়েছেন নিকোলাস। ইলনকে সতর্ক করে তিনি বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে সংঘাতে জড়ালে তার ফল মারাত্মক হবে ।

আরও পড়ুন: হামাস প্রধান খুন! এবার ইজরায়েলের উপর ‘সরাসরি হামলা’র নির্দেশ ইরানের খোমেইনির

advertisement

WHO WOULD WIN?Elon’s accepted Maduro’s challenge to fight… Who wins?— Mario Nawfal (@MarioNawfal) July 31, 2024

ভোটের আবহে এই দক্ষিণ আমেরিকার দেশ আবারও সরগরম। এরমধ্যেই নিজের এক্স (সাবেক টুইটারে) হ্যান্ডলে ম্যাডুরোকে “স্বৈরাচারী” বলেও কটাক্ষ করেছেন তিনি।ওই পোস্টে কার্যত ব্যঙ্গের সুরে নিকোলাস কে বিঁধে লেখেন, “যদি ম্যাডুরো জিতে যান তাহলে আমি ভেনেজুয়েলায় তাঁকে স্বৈরাচারী হিসাবে ছেড়ে দেব। আর যদি আমি জিতে যাই তাহলে তাঁকে আমি বিনামূল্যে মঙ্গলগ্রহে ঘুরিয়ে আনব।”

advertisement

মজার কথা ইলন মাস্ক মহাকাশযান নির্মাণকারী সংস্থা স্পেসএক্সেরও মালিক। তাই নিকোলাসকে কার্যত বিঁধেই এই পোস্ট করেন তিনি।

গত ২৮ জুলাই এই দেশে ভোট হয়। ওই দেশের জাতীয় নির্বাচন কাউন্সিল ইতিমধ্যেই ৫১% ভোট পেয়ে নিকোলাস ম্যাডুরোকে বিজয়ী ঘোষণা করেছেন। তাঁর বিপক্ষে থাকা এডমণ্ড গনজালভেজ উরুসিয়া পেয়েছেন ৪৪%। এরপরেই ভেনেজুয়েলার বিভিন্ন জায়গায় গণ্ডগোলের খবর পাওয়া যায়।

advertisement

Adios Dictatora Maduro https://t.co/79saJ8OSp4— Elon Musk (@elonmusk) July 29, 2024

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এমনিতেই নির্বাচন ঘিরে গোটা দেশেই গণ্ডগোল চলছে। বহু জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন দেশের মানুষ। এমনই একটি ভিডিও পোস্ট করে ইলন লেখেন “বিদায় ম্যাডুরো”। ভিডিওতে দেখা যায় ম্যাডুরোর একটি বিশাল মূর্তি উপড়ে ফেলে দিচ্ছেন জনতা।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
মঙ্গল গ্রহে যাবেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট? ইলন মাস্কের মন্তব্যে তোলপাড় বিশ্ব! কী হতে চলেছে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল