advertisement
ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে আমেরিকা। আর এবার কানাডাও এই কঠিন পরিস্থিতিতে ভারতের পাশে থাকার বার্তা দিল। শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত তেরঙায় আলোকিত হয়ে উঠল নয়াগ্রা জলপ্রপাত। কোভিডে জেরবার ভারতের পাশে থাকার বার্তা এভাবেই দিল তারা। নায়াগ্রা জলপ্রপাতের যে অংশ কানাডার আওতায় পড়ে সেখানকার পর্যটন বিভাগ সবার আগে তেরঙা আলোকিত জলপ্রপাতের ছবি সামনে আনে। নায়াগ্রা পার্কস-এর পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় সেই অসাধারণ ছবি পোস্ট করা হয়। কানাডা ও আমেরিকার মধ্যে সীমানা হিসাবে বিবেচিত হয় নায়াগ্রা জলপ্রপাত। পর্যটকদের ভিড় এখানে সারা বছর লেগেই থাকে। গেরুয়া, সাদা এবং সবুজে রাঙা এই জলপ্রপাতের আলোকময় ছবি দেখে নিশ্চয়ই গর্ববোধ করল আপামোর ভারতবাসী। নায়াগ্রা পর্যটন বিভাগকে সোশ্যাল মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন বহু ভারতীয়।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 01, 2021 6:03 PM IST