TRENDING:

#NewzealandAttack: সোশ্যাল মিডিয়ায় থেকে গুগল সবকিছুতেই দারুণ সতর্কতা, যা হল জেনে নিন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সাউথ আইল্যান্ড:  নিউজিল্যান্ড শ্যুট আউট নিয়ে সারা পৃথিবী উত্তাল ৷ যেভাবে মসজিদে ঢুকে হামলাকারীরা হামলা চালিয়েছে তার প্রতিবাদে সরব সকলেই ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ,বন্দুকবাজের হামলায় মৃতের সংখ্যা বেড়ে  ৪৯ হয়ে গেছে ৷ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাকিন্দ্রা আদ্রেন এই সংখ্যা ঘোষণা করেছেন ৷ অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী জানিয়েছেন যে মূল বন্দুকবাজ সে অস্ট্রেলিয়ার নাগরিক এবং দক্ষিণপন্থী উগ্রপন্থী ৷ নিউজিল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে বন্দুকবাজ পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচার করছিল ৷ বন্দুকবাজ মিলিটারিদের কেমোফ্লাজ পোশাক পরেছিল ৷ তার হাতে ছিল অটোমেটিক রাইফেল যা দিয়ে নির্বিচারে গুলি চালাতে শুরু করে সে ৷
advertisement

এদিকে এই গুলি চালানোর সময় শ্যুটাররা একটাই কথা বলছিল সেটা হল  "Remember lads, subscribe to PewDiePie" অর্থাৎ সকলে মনে রেখো পিউ ডি পাই ফেলিক্স কেজিলবার্গ, যিনি আসলে ইউটাউবার ও কমেডিয়ান ৷ তার সোশ্যাল মিডিয়ায় ৯ কোটি সাবস্ক্রাইবার আছে ৷ যিনি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে টুইট করে জানিয়েছেন এই ঘটনার তীব্র প্রতিবাদ করছেন৷ এই ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের পাশে তিনি রয়েছেন ৷

advertisement

Photo- Twitter

আরও পড়ুন - রোজ 2 GB ডেটা, Airtel , Vodafone কে টেক্কা JIO-র দারুণ অফার, জেনে নিন এক ক্লিকে

এত বড় ঘটনায় সোশ্যাল মিডিয়ায় যেভাবে ব্যবহার করা হয়েছে তাতে সকলেই চমকে উঠেছে ৷ এভাবে একজন অন্য বিখ্যাত ব্যক্তিত্বের নাম নিয়ে গানম্যানরা যেভাবে গুলি চালিয়েছে তা ভয়াবহ ৷

advertisement

শুধু এটুকুই নয় সোশ্যাল মিডিয়ার সাহা়্য্যে গোটা ঘটনার লাইভস্ট্রিম করেছ উগ্রপন্থীরা ৷ তারপরেই এই ভিডিও ফুটেজ লক্ষ লক্ষ শেয়ার হয় গোটা পৃথিবী জুড়ে ৷ গোটা ঘটনার ভয়াবহতা কমাতে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে শ্যুটারের প্রোফাইল সরিয়ে ফেলা হয়েছে ৷ গুগল , ফেসবুক ,টুইটার সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷

আরও দেখুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
#NewzealandAttack: সোশ্যাল মিডিয়ায় থেকে গুগল সবকিছুতেই দারুণ সতর্কতা, যা হল জেনে নিন