এদিকে এই গুলি চালানোর সময় শ্যুটাররা একটাই কথা বলছিল সেটা হল "Remember lads, subscribe to PewDiePie" অর্থাৎ সকলে মনে রেখো পিউ ডি পাই ফেলিক্স কেজিলবার্গ, যিনি আসলে ইউটাউবার ও কমেডিয়ান ৷ তার সোশ্যাল মিডিয়ায় ৯ কোটি সাবস্ক্রাইবার আছে ৷ যিনি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে টুইট করে জানিয়েছেন এই ঘটনার তীব্র প্রতিবাদ করছেন৷ এই ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের পাশে তিনি রয়েছেন ৷
advertisement
আরও পড়ুন - রোজ 2 GB ডেটা, Airtel , Vodafone কে টেক্কা JIO-র দারুণ অফার, জেনে নিন এক ক্লিকে
এত বড় ঘটনায় সোশ্যাল মিডিয়ায় যেভাবে ব্যবহার করা হয়েছে তাতে সকলেই চমকে উঠেছে ৷ এভাবে একজন অন্য বিখ্যাত ব্যক্তিত্বের নাম নিয়ে গানম্যানরা যেভাবে গুলি চালিয়েছে তা ভয়াবহ ৷
শুধু এটুকুই নয় সোশ্যাল মিডিয়ার সাহা়্য্যে গোটা ঘটনার লাইভস্ট্রিম করেছ উগ্রপন্থীরা ৷ তারপরেই এই ভিডিও ফুটেজ লক্ষ লক্ষ শেয়ার হয় গোটা পৃথিবী জুড়ে ৷ গোটা ঘটনার ভয়াবহতা কমাতে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে শ্যুটারের প্রোফাইল সরিয়ে ফেলা হয়েছে ৷ গুগল , ফেসবুক ,টুইটার সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷
আরও দেখুন