শুক্রবার সকালে আর পাঁচটা দিনের মতই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদগুলোতে চলছিল নমাজের প্রস্তুতি।মুহূর্তে রক্তাক্ত হয়ে ওঠে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ। লিনউড মসজিদেও চলে বন্দুকবাজের হামলা। তিন মিনিট ধরে লাগাতার গুলি চালিয়ে মসজিদের সামনের দরজা দিয়ে বেরিয়ে যায় হামলাকারীরা।নৃশংস দৃশ্যের লাইভ টেলিকাস্টও করে হামলাকারীরা।শোকপ্রকাশ করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন।
আরও পড়ুন - রোজ 2 GB ডেটা, Airtel , Vodafone কে টেক্কা JIO-র দারুণ অফার, জেনে নিন এক ক্লিকে
advertisement
ঘটনায় জড়িত সন্দেহে এক অষ্ট্রেলিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়।নাম ব্রেন্টন ট্যারেন্ট। তার লেখা ম্যানিফেস্টোয় অনুপ্রেরণা হিসাবে আন্দ্রে ব্রেভিকের নাম রয়েছে। ২০১১-এ নরওয়েতে গণহত্যা চালিয়েছিল এই আন্দ্রে ব্রেভিক।ঘটনার পরেই বাংলাদেশ-নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ বাতিল করে দেওয়া হয়। ক্রাইস্টচার্চে জারি হয় হাই অ্যালার্ট। দেশজুড়ে সমস্ত মসজিদ বন্ধ রাখার পরামর্শ দেয় নিউজিল্যান্ড পুলিশ। এমনকী বাসিন্দাদের ঘর থেকে বেরোতেও বারণ করা হয়। চারজনকে আটক করা হলেও বিপদ যে এখনও কাটেনি পুলিশি পরামর্শ থেকেই তা স্পষ্ট।
আরও দেখুন