মঙ্গলবার নিউইয়র্কের ব্রুকলিনের পাতাল রেল স্টেশনে একাধিক ব্যক্তিকে লক্ষ্য করে চালায় এক দুষ্কৃতী! সানসেট পার্কের ৩৬ তম স্ট্রিট স্টেশনে ব্যাপক ধোঁয়া দেখা দেওয়ার খবর পেয়ে প্রথম শহরের দমকল বিভাগ খটনা স্থলে পৌঁছয়। স্থানীয় সূত্র জানায়, সন্দেহভাজনের পরণে ছিল একটি গ্যাস মাস্ক এবং কমলা রঙের কনস্ট্রাকশন ভেস্ট।
আরও পড়ুন- পেটের মধ্যে কাঁচি রেখেই সেলাই করে দিলেন চিকিৎসকরা! কী হল রোগীর, দেখুন ছবিতে
advertisement
সংবাদ সংস্থা এএফপি জানায়, এই গুলি চালানোর ঘটনায় ১৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে, যে রক্তাক্ত অবস্থায় স্টেশনের মেঝেতে লুটিয়ে রয়েছেন যাত্রীরা। সাবওয়ের কর্মীরা আতঙ্কিত যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
আরও পড়ুন- মূল্যবান সরকারি নেকলেস ১৮ কোটি টাকায় বেচে দিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, গুলি চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে। “@POTUS-কে নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে গুলি চালানো সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে অবহিত করা হয়েছে। হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনে যে কোনও সহযোগিতার জন্য মেয়র অ্যাডামস এবং পুলিশ কমিশনার সিওয়েলের সঙ্গে যোগাযোগ করছেন,” ট্যুইটে লিখেছিলেন জেন সাকি।