TRENDING:

নতুন আইন, ধর্ষণ করে বিয়ে করলে সব দোষ মাফ!

Last Updated:

তোলপাড় পার্লামেন্ট ৷ কেউ সমর্থন করছে, কেউ একেবারেই সমর্থন করছেন না ৷ চলছে ভোটাভুটি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইস্তানবুল: তোলপাড় পার্লামেন্ট ৷ কেউ সমর্থন করছে, কেউ একেবারেই সমর্থন করছেন না ৷ চলছে ভোটাভুটি ৷ তবে ট্রেন্ড যা বলছে, তাতে খুব শীঘ্রই বলবৎ হতে পারে নতুন এক আইন ৷ যেখানে কোনও মেয়ে বা মহিলাকে ধর্ষণ করার পর, অভিযুক্ত যদি বিয়ে করে নেন, তাহলে তাঁর সব দোষ মাফ ! ভাবছেন এটা আবার কেমন আইন? কোন দেশে এমন বিচার ?
advertisement

ইংরেজি সংবাদপত্র ডেইলি স্টারে প্রকাশিত খবর অনুযায়ী, তুরস্কের পার্লামেন্ট এখন উত্তাল এরকমই এক আইন বলবৎ করার জন্য ৷ এই আইন অনুযায়ী, কোনও পুরুষ যদি নাবালিকা বা সাবালিকাকে ধর্ষণ করে, তারপর তাঁকে বিয়ে করে ফেলেন, তাহলে তাঁর ওপর থেকে সব দোষ একেবারে কপূরের মতো উড়ে যাবে এবং মেয়েটি সম্মান পাবে তাঁর স্ত্রী হিসেবে ৷ এমনকী, বিয়ের পর কোনও অশান্তিুর দায়ভার পড়বে না ‘ধর্ষণ’ হওয়ার ওপর ৷

advertisement

স্বভাবতই পার্লামেন্টের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের ঝড় উঠেছে ৷ বিঙিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা রাজপথে নেমেছে প্রতিবাদে ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
নতুন আইন, ধর্ষণ করে বিয়ে করলে সব দোষ মাফ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল