কুলমান ঘিসিং ১৯৭০ সালের ২৫ নভেম্বর নেপালের রামেছাপ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রামেছাপে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরে ভারতের জামশেদপুর শহরে আসেন। ভারতের জামশেদপুরেই রিজিওনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা সম্পন্ন করেন। পরে ঘিসিং নেপালের পুলচক ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পরবর্তী পড়াশোনা করেন।
advertisement
ঘিসিং দু’দফায় নেপাল ইলেক্ট্রনিক অথরিটির প্রধান হয়েছিলেন৷ প্রথমে ২০১৬-২০২০ এবং দ্বিতীয় দফায় ২০২১-২০২৫৷ উনি নেপালকে দীর্ঘ লোডশিডিংয়ের সমস্যা থেকে মুক্ত করতে পেরেছিলেন৷
কিন্তু ২০২৫ সালের মার্চ মাসে তাঁকে বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়৷ সময়মতো কর্মক্ষমতা রিপোর্ট জমা না দেওয়া, ভারতের সাথে বিদ্যুৎ বিনিময় চুক্তির সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন না নেওয়া, সরকারি নির্দেশাবলি উপেক্ষা করা, বোর্ডের সিদ্ধান্তে বাধা দেওয়া।
আরও পড়ুন আগুনে পুড়ছে নেপাল…কারা এই Gen Z, যারা এটা শুরু করল? জানুন পুরো ঘটনা
তবে, এই সমস্ত কিছু তাঁর ভাবমূর্তির উপর খুব বেশি প্রভাব ফেলেনি৷ কারণ, বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা ক্রমাগত সাধারণ জীবনকে প্রভাবিত করেছিল এবং ঘিসিংয়ের আমলেই মূলত এই সমস্যাটি সমাধান হয়ে গিয়েছিল।